Birbhum : মহালয়ার পুণ্য লগ্নে মনুষ্যত্ব’র বস্ত্রদান কর্মসূচি।

0
562

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- আজ মহালয়া উপলক্ষে অভিনব উদ্যোগ নিল বীরভূম জেলার দুবরাজপুরের মনুষত্ব সংস্থা। এই সংস্থার পক্ষ থেকে দুবরাজপুর ব্লকের যশপুর মিতালী সংঘে আজ মহালয়ার পূন্য লগ্নে গরীব ও দুঃস্থ মানুষদের বস্ত্র বিতরণ করা হলো একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে। অসহায় মানুষদের পাশে দাঁড়ানোই মনুষ্যত্ব সংস্থার মূল্য উদ্যেশ্য। দুঃস্থদের সেবায় সর্বদা এগিয়ে আসেন এই সংস্থার সদস্যরা। সমাজের অনেক দরিদ্র পরিবার আছে, যাদের পুজোয় নতুন বস্ত্র কেনার সামর্থ হয় না। সে কথা ভেবে গত তিন বছর থেকে পুজোর আগে সমাজের সেই সমস্ত দুঃস্থ মানুষদের হাতে নতুন বস্ত্র প্রদান করে আসছেন মনুষ্যত্ব সংস্থার সদস্যরা। এবারও তার ব্যতিক্রম হয়নি। যশপুর অঞ্চলের অসহায় ২৫০ জনের হাতে নতুন বস্ত্র তুলে দিয়ে খুশি সংস্থার সদস্যরা। উল্লেখ্য, করোনা অতিমারীর সময় এই সংস্থার জন্ম। তাই তখন থেকেই তাঁরা মানব সেবায় নিয়োজিত হয়ে সমাজের বিভিন্ন কাজ করে যাচ্ছেন। রক্তদান শিবির থেকে শুরু করে বস্ত্রদান, এমনকী বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছে এই সংস্থা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here