বিভিন্ন দাবি – দাওয়া নিয়ে অবস্থান গণ ডেপুটেশন শ্রমিকদের।

0
201

আব্দুল হাই, বাঁকুড়াঃ – বাঁকুড়া জেলার বিষ্ণুপুর PHE সিভিল অফিসের সামনে বাঁকুড়া বিষ্ণুপুর যৌথ সাংগঠনিক জেলার ডিসটিক কন্ট্রাক্টর ওয়ার্কার ইউনিয়নের শ্রমিকেরা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে অবস্থান বিক্ষোভ কর্মসূচি শুরু করেন। আসন্ন শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে শ্রমিকদের সরকার নির্ধারিত নূন্যতম ৪০৪ টাকা বেতন, সঠিক বোনাস, শ্রমিকদের কাজের নিরাপত্তা আট ঘণ্টার কাজের দাবি সহ অন্যান্য দাবিতে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় । বাঁকুড়া জেলা কার্যকারী সভাপতি রামকৃষ্ণ মাজি বলেন, শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে পি এইচ দফতরের সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ারকে ডেপুটেশন দেওয়া হয় দশ দফা দাবির ভিত্তিতে।দীর্ঘদিন ধরে শ্রমিকরা সঠিক বেতন ও বোনাস থেকে বঞ্চিত । এদিনের গণ ডেপুটেশন এ উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক বিকাশ দাস,সন্তোষ মাহাতো,অমল হালদার, রামকৃষ্ণ মাজি,অনিল মুর্মু,শান্ত বাগদী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here