বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে চা-ভ্রমণ পর্যটন প্রকল্পের উদ‍্যোগ নেওয়া হল সরকারি‌ভাবে।

0
1320

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে চা-ভ্রমণ পর্যটন প্রকল্পের উদ‍্যোগ নেওয়া হল সরকারি‌ভাবে। এই উপলক্ষে পর্যটকদের জন্য একটি বিশেষ বাস পরিসেবা চালু করা হল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা‌র পক্ষ থেকে।

মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে এই পর্যটন বাসের উদ্বোধন করেন জলপাইগুড়ি‌র জেলাশাসক মৌমিতা গোদারা। জেলাশাসকের দপ্তরে এই উপলক্ষে একটি অনুষ্ঠানে‌র আয়োজন করা হয়। জেলাশাসক মৌমিতা গোদারা বলেন, বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে চা-ভ্রমণ পর্যটন প্রকল্পের উদ‍্যোগ নেওয়া হল সরকারি‌ভাবে। এই উপলক্ষে পর্যটকদের জন্য এই বিশেষ বাস পরিসেবা চালু করা হল। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা‌র এই বাসে করে গাজলডোবা‌র ভোরের আলো, লাটাগুড়ি, মালবাজার এলাকার পর্যটন কেন্দ্র সহ ডুয়ার্সের বিভিন্ন পর্যটন কেন্দ্রে ভ্রমণ করতে পারবেন পর্যটকরা। পর্যটকদের সুবিধের জন্য দুজন গাইড থাকছেন বাসে। এছাড়া পর্যটকদের জন্য খাবারের ব‍্যবস্থাও রয়েছে। জেলাশাসক মৌমিতা গোদারা বলেন, ‘চা-ভ্রমণ’ নামে এই পর্যটন প্রকল্পের মধ‍্য দিয়ে অনেক কম খরচেই বিভিন্ন এলাকায় ভ্রমণ করার সুযোগ পাবেন পর্যটকরা। থাকছে অনলাইনে বুকিংয়ের ব‍্যবস্থাও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here