পশ্চিমবাংলার বেকার শিক্ষিত যুবক-যুবতীদের ধ্বংস করে শূন্য নম্বর পাওয়া লোককে ৫৩ নম্বর করে দেওয়া হয়েছে,এটা জাদু সম্রাট পিসি সরকার করতে পারবেন না,মেদিনীপুরে মন্তব্য শুভেন্দু অধিকারী।

0
411

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  পুরো দেউলিয়া সরকার, বৃহস্পতিবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের শরৎপল্লী এবং মিয়াবাজার দুর্গাপূজো উদ্বোধনে এসে মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, পাশাপাশি প্রধান বিচারপতির শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে সমর্থন প্রসঙ্গ নিয়ে তিনি বলেন এটা শুধু আইনি লড়াই নয়, এটা সামাজিক অবক্ষয়ের লড়াই, এই লড়াইতে যাদের মিথ্যা মামলা খাওয়ার এবং প্রতিহিংসা রাজনৈতিক পরায়নের শিকার হওয়ার কোন ভয় নেই তারা এগিয়ে এলে নিশ্চিতভাবে নতুন দিগন্ত উন্মোচিত হবে, যেভাবে ওএমআর মারসিট ১৩ লক্ষ নষ্ট করে দেওয়া হয়েছে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে এটা কোন রাজনৈতিক দল বা নির্দিষ্ট বিষয়ে হয়নি, পশ্চিমবাংলার বেকার শিক্ষিত যুবক-যুবতীদের ধ্বংস করে শূন্য নম্বর পাওয়া লোককে ৫৩ নম্বর করে দেওয়া হয়েছে,এটা জাদু সম্রাট পিসি সরকার করতে পারবেন না বলে আমার ধারণা, পাশাপাশি বৃহস্পতিবার শুভেন্দু অধিকারী টুইট করেছেন কেন্দ্রীয় সরকারের তহবিল সরানো নিয়ে, সেই বিষয় নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন দেউলিয়া সরকার, লক্ষীর ভান্ডারের টাকা দেয় আইসিডিএসের ভান্ডারের টাকা ভেঙে, আইসিডিএসের টাকা আবার মেরামত করে মিড ডে মিলের টাকা থেকে, আমি আর টি আই করেছি শুধু তাই নয় আগামীকাল কেন্দ্রীয় মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারামকে জানানো হবে,যেখানে বলা হবে ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন এই যে একাউন্টটি খুলতে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে, সেই একাউন্টে কেন্দ্রের টাকা এলে চব্বিশ ঘন্টার মধ্যে সব অ্যাকাউন্টগুলিতে টাকা চলে যাওয়ার কথা, সেটা না দিয়ে বর্তমান সরকার রাজনৈতিক স্বার্থে টোল বিতরণ করছে, এগুলো করতে পারে না, রাজস্ব রোজকার বাড়িয়ে পশ্চিমবাংলায় শিল্প এনে, বাণিজ্য এনে নিজস্ব গড় আয়,তবে মদ বিক্রি করে নয়, রাজস্ব বৃদ্ধি করেই নিজেদের প্রতিশ্রুতির কাজ করতে হয়, কেন্দ্রের বিভিন্ন স্কিমের টাকা দিয়ে নয়, এমনই ভাবে রাজ্যকে নিশানা করলেন বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী, এছাড়াও এই দিন উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ, রাজ্য নেতা শমিত কুমার দাস, অরূপ দাস,শংকর গুচ্ছাইত সহ অন্যান্য জেলা নেতৃত্ব ও রাজ্য নেতৃত্ব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here