নবমীর দিনে অঞ্জলি দিয়ে অনুভব হোমের আবাসিক দের নিয়ে দূর্গা দর্শনে গেলেন দাদু, রিসোর্টে হবে লাঞ্চ।

0
239

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ- সকলের দাদু, জলপাইগুড়ি জেলা পরিষদের সহ সভাধিপতি দুলাল দেবনাথ।
নবমীর দিনে জলপাইগুড়ির অনুভব হোমের খুদে আবাসিকদের নিয়ে প্রথমে পৌঁছে যান শহরের তেতুল তলা সার্বজনীন দূর্গা পুজো মণ্ডপে, সেখানে নবমীর অঞ্জলি দিয়েই শুরু করেন হোমে থাকা কচিকাচা দের নিয়ে পুজো পরিক্রমা।
তেতুল তলা পুজো কমিটির পক্ষ থেকে এমন উদ্যোগ নেবার জন্য দাদুকে ধণ্যবাদ জানান কমিটির সদস্যরা।
অপরদিকে অনুভব হোমের সুপার জানান, পুজোর প্রথম দিন থেকেই বাচ্চাদের দাদু দুলাল দেবনাথ যে ভাবে পুজোর ভ্রমণের ব্যবস্থা করে আনন্দ দিয়েছেন, তা বলে বোঝানো যাবে না।
অপরদিকে দাদু, দুলাল দেবনাথ নবমীর পুজো পরিক্রমা প্রসঙ্গে জানান, আজ লাটাগুড়ির একটি রিসোর্টে বাচ্চারা দুপুরের খাবার খাবে, এবং লাটাগুড়ির জঙ্গল লাগওয়া এলাকায় পুজো দেখে, অন্যান্য জায়গায় দূর্গা প্রতিমা দর্শন করে আবার হোমে ফিরে আসবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here