দুর্গা প্রতিমা কার্নিভাল চলাকালীন বিপত্তি।

0
186

উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ- দুর্গা প্রতিমা কার্নিভাল চলাকালীন বিপত্তি। কার্নিভালে উত্তর দিনাজপুর রায়গঞ্জের অনুশীলনী ক্লাব পক্ষে ৩ টি গরুর গাড়িতে করে দুর্গা প্রতিমা নিয়ে যাচ্ছিল। প্রতিমাগুলিকে কার্নিভাল মঞ্চ পার করতেই একটি গরুর গাড়ির গরুরা আচমকা কাঁধ থেকে গাড়ি ফেলে ছুটে পালাতে যায়। অনেক কষ্টে ওই গরু দুটোকে বাগে আনেন গরুর গাড়ির চালক ও ক্লাব কর্মকর্তারা। কিন্তু ফের কিছুটা গিয়েই গরুরা নিয়ন্ত্রণ না মেনে ছুটে যায় ও খানিক দূর গিয়ে গাড়িটি উল্টে পড়ে। এরপর গাড়ির দু’টি গরু জনতার মাঝখান দিয়ে উল্টো দিকে ছুটতে থাকে। তাদের ছুটে দেখে হুড়োহুড়ি পড়ে যায় জনতার মধ্যে। গরুর ধাক্কা এবং হুড়োহুড়িতে আহত হন অনেকে। গুরুতর আহত রায়গঞ্জের ভারত সেবক সমাজ ক্লাবের সভাপতিকে সিসিইউতে স্থানান্তরিত করা হয়। প্রতিমাবহনকারী একটি গরুর গাড়ি থেকে গাড়ি ফেলে ছিটকে পালাল দু’টি গরু। সেই গরুদের ধাক্কা ও হুড়োহুড়িতে আহত হলেন অন্তত ৩০ জন। আহতদের বেশিরভাগকে প্রাথমিক চিকিত্‍সার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলেও তিন জন এখনও রায়গঞ্জ মেডিক্যাল কলেজে চিকিত্‍সাধীন।৷ খবর পেয়ে জেলা শাসক অরবিন্দকুমার মীনা ও রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার মহম্মদ সানা আখতারভ রাতেই মেডিক্যাল কলেজে ছুটে আসেন। হাসপাতালে যান রায়গঞ্জ পুরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস। জেলাশাসক বলেন,”কার্নিভাল শেষ করে দেওয়ার পর এই এই দুর্ঘটনা হয়েছে। ৮ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ৩ জন মেডিক্যালে ভর্তি। ১ জনের অবস্থা গুরুতর।” হাসপাতালের ভারপ্রাপ্ত এমএসভিপি বিদ্যুত্‍ বন্দ্যোপাধ্যায় বলেন, ”এক জন রোগীর অবস্থা ভাল নয়। তবে আমরা আশাবাদী।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here