মালদা জেলার ঐতিহ্যবাহী কালী পূজা মানেই হবিবপুর ব্লকের বুলবুলচন্ডি সার্বজনীন বাজার কালি পূজা।যা উত্তরবঙ্গের বৃহত্তম সব কালী পুজো ।

0
284

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- মালদা জেলার ঐতিহ্যবাহী কালী পূজা মানেই হবিবপুর ব্লকের বুলবুলচন্ডি সার্বজনীন বাজার কালি পূজা।যা উত্তরবঙ্গের বৃহত্তম সব কালী পুজো । বুলবুলচন্ডি বাজার সার্বজনীন কালীপূজা উপলক্ষে সাজো সাজো রব বুলবুলচান্ডি। প্রায় ৪২ ফুটের এই কালি দক্ষিণা কালী নামে পরিচিত। স্থানীয় ও পুজা কমিটির সূত্রে জানা যায় আজ থেকে প্রায় বহু বছর আগে বুলবুলচন্ডি এলাকার চার জন বাসিন্দা এই কালীপূজার সূচনা করেন। তারপর থেকে তারা সিদ্ধান্ত নেয় প্রতিবছর একহাত করে মূর্তি বড় করা হবে।পুরনো রীতি মেনে বড় করা হতো কালী মায়ের কয়এক বছর ধরে আর বাড়ানো হয়না কিছু সমস্যা তৈরি হয় তার পর থেকে আর মূর্তি বাড়ানো হয় না বর্তমানে ৪২ ফুটে রাখা হয়েছে।বুলবুলচন্ডি সার্বজনীন বাজার পূজা এবারে ৭৪ তম । এই কালী পূজা উপলক্ষে ১৩ দিন ধরে চলে মেলা। দূর দূরান্ত থেকে বহু সংখ্যক দর্শনার্থীরা ভিড় জমান এই মায়ের মন্দিরে। জানা যায় এত বড় প্রতিমায় কাঠামোর নিচে কোন চাকা লাগানো নেই অথচ বিসর্জনের সময় দড়ি দিয়ে বেঁধে বিসর্জন করা হয় মাকে। যা দেখতে ভিড় জামান হাজার হাজার দর্শনার্থী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here