জয়রামবাটীতে মা সারদার পবিত্র জন্মভিটেতে ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী আরাধনা ।

0
132

আবদুল হাই, বাঁকুড়াঃ সারা রাজ্যের পাশাপাশি বাঁকুড়া জেলার জয়রামবাটীতে মা সারদার পবিত্র জন্মভূমিতে আজ থেকে শুরু হল জগদ্ধাত্রী পুজো। শতাধিক বছর আগে মা সারদার মা শ্যামাসুন্দরী দেবী নিজের বাড়িতে এই জগদ্ধাত্রী পুজোর সূচনা করেন। বর্তমানে মাতৃ মন্দিরের তরফে সেই পুজোর আয়োজন করা হয়। পুজো দেখতে এদিন সকাল থেকেই দেশ বিদেশ থেকে আসা পূন্যার্থীরা ভিড় জমান মাতৃ মন্দিরে।

একসময় মা সারদার পবিত্র জন্মভূমি জয়রামবাটীতে দুর্গাপুজার চল ছিল না। কথিত আছে ১৮৭৭ সালে মা সারদার মা শ্যামাসুন্দরী দেবী নিজের বাড়িতে জগদ্ধাত্রী পুজোর সূচনা করেন। জনশ্রুতি শ্যামাসুন্দরী দেবী স্বয়ং মা জগদ্ধাত্রীর দর্শন পেয়েছিলেন। ১৮৫৩ সালের ২২ ডিসেম্বর এই শ্যামাসুন্দরী দেবীর কোল আলো করে জন্ম নেন জগন্মাতা সারদা দেবী। সারদা দেবী নিজেও পারিবারিক জগদ্ধাত্রী পুজোয় উপস্থিত থাকতেন। ১৯২৩ সালে বেলুড় রামকৃষ্ণ মিশনের মহারাজ সারদানন্দজী মহারাজের উদ্যোগে জয়রামবাটীতে মা সারদার পবিত্র জন্মভিটেতে প্রতিষ্ঠিত হয় মাতৃ মন্দির। মাতৃ মন্দির প্রতিষ্ঠার পর ১৯২৫ সাল থেকে সেখানে দুর্গাপুজা শুরু হলেও তার পাশাপাশি শ্যামাসুন্দরী দেবীর চালু করা জগদ্ধাত্রী পুজো চলতে থাকে সমান তালে। আজ বহু ঐতিহ্যবাহী সেই প্রাচীন জগদ্ধাত্রী পুজো দেখতে দেশ বিদেশ থেকে অগনিত ভক্ত ও পূন্যার্থী ভিড় জমিয়েছেন মাতৃ মন্দিরে। মায়ের জন্মস্থানে মাতৃ আরাধনা দেখতে পেয়ে আপ্লুত ভক্ত ও পূন্যার্থীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here