রামনগর রাজ্য সড়কে হোসেনপুরে দুর্ঘটনা কমাতে শনিদেবীর মন্দির প্রতিষ্ঠা।

0
145

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুর জেলার এগরা – রামনগর রাজ্য সড়কে হোসেনপুরে মাঝেমধ্যেই রাজ্য সড়কে বেপরোয়া গাড়ির গতির বলি হচ্ছে একাধিক। তাই দুর্ঘটনা রুখতে ও মানুষের মঙ্গল কামনায় হোসেনপুরে সুপ্রাচীন শ্রী শ্রী শনি গ্রহরাজ দেবের স্থায়ী মন্দির প্রতিষ্ঠা করা হয়। এই দিন শনি মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে মহাযজ্ঞের আয়োজন করা হয়। এই দিন ওড়িষ্যা থেকে একাধিক খ্যাতনামা পুরোহিতদের আনা হয় মহাযজ্ঞের জন্য। এই দিন শনিমন্দির প্রতিষ্ঠার শুরুতে একটি বরনাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। তাতে খ্যাতনামা পুরোহিতগন ও স্থানীয় এলাকার বাসিন্দারা সামিল হন। এই দিন মানুষের সুস্থতা ও শান্তির জন্য শনিদেবের কাছে প্রার্থনা করা হয়। মন্দিরের প্রধান সেবক অশোক পন্ডা জানিয়েছেন প্রায় ৩০ বছরের এই প্রাচীন শনি মন্দির। মূলত মানুষের গ্রহ সংস্কারের ব্যাপারে মানুষকে পরিষেবা দেওয়া হয়। মানুষের কোনো অসুবিধা হলে শনিদেবের কাছে আসেন। পুজোর্চনা হয়। নবগ্রহ শনি মন্দিরের সর্বদাই মানুষের মঙ্গল কামনা করা হয়। এখানে গাড়ি, বাড়ি থেকে শুরু করে সমস্ত রকমের পূজো করা হয়। এখানে দূরদুরান্ত থেকে বহু ভক্তবৃন্দের সমাগম ঘটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here