লোক ও কারুশিল্পের অন্যতম হল শিকাশিল্প, আজও দেখা গেল পল্লীগ্ৰামে ।

0
124

আবদুল হাই, বাঁকুড়াঃ শিকা এখনো গ্ৰাম বাংলায় প্রচলিত আছে ।আজ বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের গোবিন্দপুর গ্রামে বাড়িতে বাড়িতে শিকায় এর ছবি ধরা পড়লো আমাদের সাংবাদিক আবদুল হাই এর ক্যামেরায়। কেউ বলে শিকা আবার কেউ বলে শিকায়।লোক ও কারুশিল্পের অন্যতম হল শিকাশিল্প।পাট ও দড়ি শিকায় তৈরির প্রধান উপকরণ। বাড়ির শিলিং এ শিকায় বেঁধে তাতে নানা ধরনের খাদদ্রব্য সহ সংসারের বিভিন্ন সামগ্রী ঝুলিয়ে রাখা হয় । বিশেষ করে বাড়ির মহিলারা এ কাজ করে থাকেন। বর্তমানে শিকায় এর ব্যবহার খুবই কম। বাড়ির মহিলারা ক্যামেরায় মুখোমুখি হয়ে বলেন, বহুকাল থেকেই শিকার ব্যবহার করে আসছি। বিড়াল, ছোট ছোট ছেলের হাত থেকে নিরাপদে রাখার জন্য এই শিকা ব্যবহার করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here