মেদিনীপুর জেলারশালবনীর জনজাতি অধ্যুষিত যশপুর গ্রামের মহিলাদের আগামী এক বছর ধরে স্বাস্থ্য সচেতন করা এবং স্যানিটারি ন্যাপকিন প্রদান করার কর্মসূচি গ্রহণ করল বারাসাতের একটি সংস্থা।

0
316

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলারশালবনীর জনজাতি অধ্যুষিত যশপুর গ্রামের মহিলাদের আগামী এক বছর ধরে স্বাস্থ্য সচেতন করা এবং স্যানিটারি ন্যাপকিন প্রদান করার কর্মসূচি গ্রহণ করল বারাসাতের একটি সংস্থা। বারাসতের ‘ফিল গুড’ নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য-সদস্যারা সোমবার বেলা তিনটা নাগাদ শালবনীর কাশীজোড়া অঞ্চলের জনজাতি অধ্যুষিত যশপুর গ্রামে পৌঁছে গিয়ে, মহিলাদের হাতে তুলে দেন স্যানিটারি ন্যাপকিন। একইসঙ্গে, আগামী একবছর ধরে পিছিয়ে থাকা প্রত্যন্ত এই গ্রামের মহিলাদের আগামী এক বছর ধরে স্বাস্থ্য সুরক্ষিত রাখার দায়িত্ব গ্রহণের সাথে সাথে, ধারাবাহিকভাবে স্যানিটারি ন্যাপকিন প্রদানের অঙ্গীকার করা হল সংস্থার পক্ষ থেকে। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে, শালবনীর কালীবাসা গ্রামে ঠিক এই ধরনের কর্মসূচি গ্রহণ করেছিল ওই সংস্থাটি। এরপর, চলতি বছরের পুজোর সময় এই গ্রামে এসে সমীক্ষা করার মধ্য দিয়ে গ্রামটিকে চিহ্নিত করেছিলেন সংস্থার সদস্যরা। সোমবার থেকে তাঁরা নিজেদের কর্মসূচি পালন করার কাজ শুরু করলেন। স্বাভাবিকভাবেই সংস্থার এই উদ্যোগে খুশি এলাকার মহিলারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here