বুলবুলচন্ডী বাজার সার্বজনীন কালী প্রায় ৪২ ফুটের এই কালী দক্ষিণা কালী নামে পরিচিত, ৭৪ তম বর্ষে পড়ল।

0
302

নিজস্ব সংবাদদাতা, ,মালদাঃ-মালদা জেলা তথা উত্তরবঙ্গের বৃহত্তম ঐতিহ্যবাহী কালী পূজা মানেই হবিবপুর ব্লকের বুলবুলচন্ডি সার্বজনীন বাজার কালী মা।যা উত্তরবঙ্গের বৃহত্তম জায়গায় করে রেখেছে।এই প্রতিমা জেলা ছাড়াও বিভিন্ন পাশ্ববর্তী রাজ্য বিহার ঝারখন্ড থেকেও বহু ভক্তরা আসেন। বুলবুলচন্ডী বাজার সার্বজনীন কালী প্রায় ৪২ ফুটের এই কালী দক্ষিণা কালী নামে পরিচিত। পুজা কমিটি সম্পাদক পীযূষ মন্ডল জানা,বুলবুলচন্ডি সার্বজনীন বাজার পূজা এবারে ৭৪ তম। এই কালী পূজা উপলক্ষে ১৩ দিন ধরে চলে মেলা। দূর দূরান্ত থেকে ছোট থেকে বড় বহু সংখ্যক দর্শনার্থীরা ভিড় জমান এই মায়ের মন্দিরে।এতো বড় প্রতিমায় কাঠামোর উপরে মূর্তি তৈরি করা হয়।এই মায়ের মূর্তি নিচে কোন চাকা লাগানো নেই বাঁশের উপর রেখে দড়ি দিয়ে টেনে নিয়ে যাওয়া হয়। এক কিলোমিটার মিটার দূরে একটি জলাশয়ে।ঢাকঢোল বাজিয়ে মায়ের নিরাঞ্জন করাহয়।এই প্রতিমা নিরাঞ্জন দেখতে ভিড় জমান হাজার হাজার দর্শনার্থী।এই প্রতিমার নিরঞ্জন ঘিরে প্রশাসনের কড়া নজরদারি ছিল চোখে পড়ার মতো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here