বর্ধমান পৌরসভায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের এমসিআইসি প্রদীপ রহমান বিশেষ এক বৈঠক করেন।

0
190

নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমানঃ- বর্ধমান শহরের বিভিন্ন ওয়ার্ডের সার্বিক উন্নয়নের জন্য কাজ করছে বর্ধমান পৌরসভা। বিভিন্ন ওয়ার্ডে জল প্রকল্পের কাজ, ওয়ার্ড পরিষ্কার পরিচ্ছন্ন,ডেঙ্গু সচেতনতা প্রচার ও উন্নয়নমূলক প্রকল্পের কাজ করা হচ্ছে বর্ধমান পৌরসভার উদ্যোগে। এবার এক অন্য চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে এলেন কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের এম সি আই সি প্রদীপ রহমান। বর্ধমান পৌরসভার কঠিন বজ্র ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে ৩৫ টি ওয়ার্ড এর বিভিন্ন ইস্যু নিয়ে এক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ৩৫ টি ওয়ার্ডের মধ্যে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় বেছে নেয়া হবে এলাকার মানুষের জনমত সমীক্ষা দিয়ে। যে সমস্ত বিষয়গুলি বিচার করা হবে তার মধ্যে প্রথম ওয়ার্ড কতটা পরিষ্কার পরিছন্ন, দ্বিতীয় ওয়ার্ডে ড্রেনের ব্যবস্থা সঠিক কিনা?এবং প্রতিনিয়ত ড্রেন পরিস্কার করা হয় কিনা এবং তৃতীয়তঃ ওয়ার্ডে ডেঙ্গু সচেতনতা প্রচার করা হচ্ছে কিনা?। পাশাপাশি ৩৫টি ওয়ার্ডের সাফাই কর্মীদের ও রোড সরকারের বিশেষ পুরস্কার পুরস্কৃত করা হবে।এই প্রতিযোগিতার বিষয় নিয়ে আজ বর্ধমান পৌরসভায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের এমসিআইসি প্রদীপ রহমান বিশেষ এক বৈঠক করেন। এই বিষয় নিয়ে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের এম সি আই সি প্রদীপ রহমান বলেন, আমাদের তরফে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে আমরা বর্ধমান পৌরসভার ৩৫টি ওয়ার্ডের সাফাই কর্মীদের এবং রোড সরকার যে পুরস্কৃত করব। পাশাপাশি ৩৫ টি ওয়ার্ডের মধ্যে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় এলাকার মানুষের জনমত সমীক্ষা নিয়ে করব। মোট তিনটি পয়েন্ট আমরা এখানে রেখেছি ওয়ার্ড পরিষ্কার পরিচ্ছন্ন, ড্রেনের সঠিক ব্যবস্থা ও ডেঙ্গু সচেতনতা প্রচার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here