জশনে গৌসুল ওরা কনফারেন্স ইসলামপুরে।

0
510

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- প্রতি বছর ১১ রবিউস সানি ফাতেহা ইয়াজদহম পালন করা হয়। ফাতেহা ইয়াজদাহাম হলো বড়পীর হজরত আবদুল কাদির জিলানী রহমাতুল্লাহ আলায়হের ওফাত দিবস। ‘ইয়াজদাহম’ হল ফারসি শব্দ। যার অর্থ এগারো। ফাতেহা ইয়াজদাহম বলতে এগারোতম দিনকে বোঝায়। এই ফাতেহা-ই-ইয়াজদাহম আবদুল কাদের জিলানী রহমতুল্লাহ আলায়হের স্মরণে পালিত হয়। ইসলামের অন্যতম বড়পীর হজরত আবদুল কাদের জিলানী রহমতুল্লাহ আলায়হের নাম প্রত্যেক মুসলমানের কাছে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয়। মুসলমানদের ধর্মীয় জীবনে তাঁর প্রভাব অপরিসীম। তাঁর জীবনী ও কীর্তিগাথা মুসলমানদের হৃদয়ে চিরদিন জীবন্ত হয়ে থাকবে। তাই ১১ রবিউস সানি উপলক্ষে বীরভূম জেলার দুবরাজপুরের বিশিষ্ট সমাজসেবী সেখ নাজির উদ্দিনের উদ্যোগে জশনে গৌসুল ওরা কনফারেন্সের আয়োজন করা হয় ইসলামপুর বনকাটিপাড়ায়। এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হজরত আল্লামা মৌলানা আলহাজ সৈয়দ আজিমুদ্দিন নঈমী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হজরত আল্লামা মৌলানা আলহাজ সৈয়দ নিজামউদ্দিন নঈমী সহ ইসলামপুরের বিভিন্ন মসজিদের পেশ ইমাম ও অন্যান্য আলেম উলামারা। এদিন জশনে গৌসুল ওরা কনফারেন্সে নাত, মনকাবাত, তকরীর শোনান উপস্থিত আলেম উলামারা। জশনে গৌসুল ওরা কনফারেন্সের উদ্যোক্তা সেখ নাজির উদ্দিন জানান, আমার হজরত আমাকে অনুমতি দিয়েছিলেন এই রকম একটি জলসা করার। তাই আমি এবারে প্রথম বছর শুরু করলাম এবং যতদিন বাঁচব প্রতিবছর এভাবে জলসা করব ইনশাআল্লাহ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here