মুখ্যমন্ত্রী গ্রামে যাওয়ার ২৪ ঘন্টার মধ্যেই বেলপাহাড়ি থানার কুড়চিবনী গ্রামে মিটলো পানীয় জলের সমস্যা।

0
281

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার বেলপাহাড়ির সাহাড়ি তে জনসভা শেষ করে ফেরার পথে কুড়চিবনী গ্রামে দাঁড়িয়ে পড়েন এবং গ্রামবাসী দের সাথে কথা বলেন । গ্রামবাসিরা তাদের অভাব অভিযোগের কথা মুখ্যমন্ত্রী কে জানান। মূলত জলের সমস্যা কুড়চিবনি গ্রামের দীর্ঘ দিনের। পরিশুদ্ধ পানীয় জল তারা পান না। মুখ্যমন্ত্রীকে গ্রামবাসীরা পানীয় জলের সমস্যার কথা জানানোর পরেই বুধবার স্থানীয় বিধায়ক দেবনাথ হাঁসদা জলদফরের আধিকারিক দের নিয়ে হাজির হন কুড়চিবনী গ্রামে। তিনি আগামী তিনদিনের মধ্যে ওই গ্রামের গ্রামবাসীদের পানীয় জলের সমস্যা সমাধানের আশ্বাস দেন । এছাড়াও তিনি জানান যেখানে যেখানে জলের সমস্যা আছে প্রতিটি জায়গা তারা পরিদর্শন করবেন এবং সমস্যার সমাধান করার চেস্ট করবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে পানীয় জলের সমস্যার কথা কুড়চিবনী গ্রামের গ্রামবাসীরা জানানোর পর ২৪ ঘন্টার মধ্যে ওই গ্রামে পানীয় জলের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করল স্থানীয় বিধায়ক ও জলদপ্তরের আধিকারিকরা, যার ফলে খুশি ওই গ্রামের গ্রামবাসীরা। এরপর বিধায়ক দেবনাথ হাঁসদা জল দপ্তরের আধিকারিকদের নিয়ে বিনপুর ২ ব্লকের মালাবতী গ্রামে যান। মঙ্গলবার মালাবতী গ্রামের বাসিন্দারাও মুখ্যমন্ত্রীকে পানীয় জলের সমস্যা সহ বিভিন্ন সমস্যার কথা জানিয়েছিলেন। ওই গ্রামে গিয়ে বুধবার গ্রামবাসীদের সাথে বিধায়কের ও জল দপ্তরের আধিকারিকরা কথা বলেন এবং ওই গ্রামের যে সমস্যাগুলি রয়েছে তার দ্রুত সমাধান করার আশ্বাস দেন। বিধায়ক দেবনাথ হাঁসদা। মালাবতী জুনিয়র হাই স্কুলটিও তিনি ঘুরে দেখেন । সেই বিদ্যালয়ের কোন সমস্যা রয়েছে কিনা তাও তিনি বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে জানার চেষ্টা করেন । বিধায়ক গ্রামে গিয়ে পানীয় জলের ও বিভিন্ন সমস্যার দ্রুত সমাধান করার আশ্বাস দেওয়ায় খুশি মানাবতী এলাকার বাসিন্দারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here