ক্ষেতমজুর, মহিলাও ছাত্রযুবদের মিছিল।

0
235

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- ক্ষেতমজুর,মহিলাও ছাত্রযুবদের মিছিল।অস্বাভাবিক দ্রব্য মূল্য বৃদ্ধির বিরুদ্ধে,রাজ্য সরকারের শিক্ষাক্ষেত্র সহ অন্যান্য ক্ষেত্রে কর্মী নিয়োগে ব্যাপক দুর্নীতির বিরুদ্ধে,বেকার যুবকদের কর্মসংস্থানের দাবীতে,পঞ্চায়েতের দুর্নীতি এবং স্বচ্ছ পঞ্চায়েত তৈরি করতে, “গ্রাম জাগাও/চোর তাড়াও/বাংলা বাঁচাও”, “চোর ধরো/ জেল ভরো” এই একগুচ্ছ দাবীতে শ্রমিক কৃষক ক্ষেতমজুর মহিলা ছাত্র যুব সহ অন্যান্য ফ্রন্ট এর প্রচুর সংখ্যক কর্মী সমর্থক নেতৃত্ব সহ একেবারে সাধারন মানুষের উপস্থিতিতে আজ বিকেল বেলায় অধিকার রক্ষা যাত্রার দ্বিতীয় দিনে শিমুরালি ও মদনপুর ১ নং পঞ্চায়েত এলাকার ৩৭,৩৮,৩৯,১৬ ও ১৭ বুথ অতিক্রম করা হয়।
আজকের এই অধিকার রক্ষা যাত্রা প্রায় ১০ কিলোমিটার পথ অতিক্রম করে।

সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে এই অধিকার রক্ষার জাঠা এই বার্তা দেয়…. আসন্ন পঞ্চায়েত নির্বাচনে লড়াই তীব্র থেকে তীব্রতর হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here