ডেঙ্গু নিয়ে সচেতনামূলক কর্মসূচী অনুষ্ঠিত হলো কোচবিহারে।

0
212

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:-  মশাবাহিত রোগ ডেঙ্গু থেকে বাঁচতে সচেতনতার বিকল্প নেই। কেননা, এর কোনো ভ্যাকসিন নেই, সুনির্দিষ্টভাবে কার্যকর ওষুধও নেই। তবে মশার প্রজননের অনুকূল পরিবেশ আমাদের চারপাশে আছে। তাই ডেঙ্গু নিয়ে সচেতনামূলক কর্মসূচী অনুষ্ঠিত হলো কোচবিহারে। এদিন কোচবিহারের চেষ্টা নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে কোচবিহার জেনকিনস স্কুলের চৌপথী এলাকায় ডেঙ্গু নিয়ে সচেতনামূলক কর্মসূচী করা হয় । এদিন সেখানে লিফলেট বিতরণ করে ও ডেঙ্গু সেজে মানুষকে সচেতন হয়।

এদিন সেখানে উপস্থিত ছিলেন সেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক রাজীব কুমার ঝা, এবং তাদের সংগঠনের অন্যান্য সদস্য/সদস্যারা।

এদিন এবিষয়ে সেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক রাজীব কুমার ঝা কি জানান, ডেঙ্গু প্রতিরোধের মূলমন্ত্র এডিস মশার বিস্তার রোধ করা। ডেঙ্গুর জীবাণুবাহী এ মশা তুলনামূলক পরিষ্কার ও স্বচ্ছ পানিতে বিস্তার করে। বর্ষায় ডেঙ্গুর প্রকোপ থাকে সবচেয়ে বেশি। এ সময় বাড়ির আশপাশে পানি জমে এমন যায়গা, বদ্ধ জলাশয় পরিষ্কার রাখতে হবে। ফ্রিজ ও এসির পানি যেন না জমে থাকে, সেদিকে খেয়াল রাখুন। ফুলের টবে পানি জমতে দেবেন না। অব্যবহৃত কৌটা, ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার ইত্যাদি সরিয়ে ফেলতে হবে। দিনে ঘুমালে মশারি ব্যবহার করুন বা অ্যারোসল স্প্রে করুন। ডেঙ্গু মৌসুমে বাইরে গেলে হাত-পা ঢেকে থাকে, এমন পোশাক পরুন। ডেঙ্গু আক্রান্ত রোগীকে সব সময় মশারির ভেতরে রাখুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here