রিলায়েন্স ফাউন্ডেশনের সহযোগিতায় মাটি পরীক্ষায় উপকৃত চাষী জয়ন্তী মল্লিক।

0
1131

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নদীয়া জেলার হরিণঘাটা ব্লকের, ফতেপুর গ্রামের বাসিন্দা, জয়ন্তী মল্লিক মাস্টার ডিগ্রী করে চাকরি করার ইচ্ছা ছিল, কিন্তু পারিবারিক অর্থনৈতিক সমস্যার জন্য তাকে অল্প বয়সে বিবাহ দেওয়া হয় একটি চাষী পরিবারে , বাবার বাড়িতেও চাষবাস ছিল বলে এখানে এসে তার চাষের উপর অনেক ইচ্ছা ছিল চাষবাস করার, একটি প্রোগ্রামের মাধ্যমে রিলায়েন্স ফাউন্ডেশন সম্পর্কে জানতে পারেন এবং বিভিন্ন রকম চাষ সংক্রান্ত প্রোগ্রাম ও রিলায়েন্স ফাউন্ডেশন এর টোল ফ্রি নাম্বারে বিভিন্ন চাষ বিষয়ক জিনিস নিয়ে স্যারদের কাছে জানতেন এবং সেখান থেকে রিলায়েন্সে ফাউন্ডেশন এর উদ্যোগে ও ইফকোর সহযোগিতায় হরিণঘাটাতে একটি মাটি পরীক্ষার ক্যাম্প হয়। ও সেই ক্যাম্পে জয়ন্তি তার জমির মাটি পরীক্ষা করান, ও পরবর্তীতে সেই মাটি পরীক্ষা করার কার্ডটি হাতে পান এবং রিলায়েন্স ফাউন্ডেশন নদীয়া কৃষিবিজ্ঞান কেন্দ্রের বিশেষজ্ঞদের দের ওই কার্ড দেওয়ার সময় মাটির বিভিন্ন রকম সমস্যা নিয়ে আলোচনা করেন এবং তার জন্য কি সার ও কি ধরনের সাবধানতা নিতে হবে সেই বিষয়ে জানতে পারেন , কৃষিবিজ্ঞান কেন্দ্রের স্যারদের কাছে জানার পরে উনি চাষ করেন বাঁধাকপি এবং সেই চাষে প্রচুর পরিমাণে ফলন ভালো হয় এবং সারের প্রয়োগও কম হয় এখন মোটামুটি তার ইনকাম আগের থেকে অনেক বেড়েছে।

জয়ন্তি মল্লিক রিলায়েন্স ফাউন্ডেশনকে ধন্যবাদ জানায় যে এইরকম একটা মাধ্যমে তার চাষবাসের উন্নতির জন্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here