স্কুলের নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় গোটা রাজ্য এই আবহে রবিবার রাজ্য জুড়ে টেট পরীক্ষা শুরু হল।

0
152

নিজস্ব সংবাদদাতা, মালদা:-  স্কুলের নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় গোটা রাজ্য এই আবহে রবিবার রাজ্য জুড়ে টেট পরীক্ষা শুরু হল। দীর্ঘ ৫ বছর প্রতীক্ষার পর অবশেষে টেট পরীক্ষা। ইতিমধ্যে মালদা জেলার ১২১ টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন মোট ৫৮ হাজার পরীক্ষার্থী।
পাশাপাশি টেট পরীক্ষার্থীরা স্কুলে পরীক্ষা কেন্দ্রে এসে উপস্থিত হয়েছেন এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশনা অনুযায়ী বিশেষভাবে নাগার চেকিং এবং মেটাল ডিরেক্টর ও ফিঙ্গারপ্রিন্ট সহ একাধিক নিয়মাবলী অনুযায়ী পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করাচ্ছেন। যদিও এই পরীক্ষা ঘিরে বিশেষভাবে পুলিশ নিরাপত্তা রাখা হয়েছে প্রাথমিক শিক্ষা পরিষদের নিয়মানুযায়ী।
এদিন সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত মালদহের পুরাতন মালদা গৌড় কলেজে পরীক্ষার্থী প্রবেশ করেন এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশিকা অনুযায়ী চলে বিভিন্ন নাকা চেকিং।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here