নেতাজীর পা রাখা জরাজীর্ণ পুকুরের সংস্কারের কাজ শুরু হচ্ছে জলপাইগুড়িতে। ।

0
208

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- জলপাইগুড়ি শহরের সবচেয়ে জরাজীর্ণ পুকুর গুলোর মধ্যে অন্যতম হলো বারো নম্বর ওয়ার্ডে হাইস্কুল ও সোনালি বিদ্যালয়ের পাশে পাশের একটি জরাজীর্ণ পুকুর।সেটি বর্তমানেএক কথায় বেহাল। নোংরা আবর্জনার স্তূপে পরিণত হয়েছে এ এলাকায়। যদিও এক সময়ে সেই জায়গার আশেপাশে এসেছিলেন নেতাজী। কিন্তু এখন সেই পুকুরের হাল বেহাল। বিষয় টি নিয়ে এলাকার কাউন্সিলর মনিন্দ্র নাথ বর্মন কে বলা হলে তিনি বলেন হয়তো আগামী কয়েক দিনের মধ্যেই পুকুরের কাজ শুরু হবে।আগে আমরুপ প্রকল্পের মাধ্যমে পরিষ্কার হবে।তারপর ফান্ড আসলেই এর সৌন্দযায়ন করা হবে‌ ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here