৫০ থেকে ৬০ টি হাতির একটি পাল তান্ডব চালায় আলুর জমিতে।

0
235

আবদুল হাই, বাঁকুড়াঃ ৫০ থেকে ৬০ টি হাতির একটি পাল তান্ডব চালালো আলুর ক্ষেতে ।গতকাল রাতে বাঁকুড়ার জয়পুর ব্লকের আঙ্গারিয়াতে নষ্ট করে দেয় মাঠ কে মাঠ জেঠা আলু। চাষীদের আলুর ক্ষয়ক্ষতির দুঃখে গ্রাম জুড়ে কান্নার রোল দেখা যায়। সাত সকালে প্রবেশ করলো ৫০ থেকে ৬০ টি হাতির একটি দল। আজ সকালে পশ্চিম মেদিনীপুর গড়বেতার জঙ্গল থেকে বাঁকাদহ হয়ে জয়পুর জঙ্গলে প্রবেশ করে, দলমার দাতাল হাতির দলটি আবারো নতুন করে বড় মাপের দল প্রবেশ করায় চিন্তার ভাঁজ আলু চাষিদের। যদিও বা বনদপ্তরের কর্মীরা তৎপরতা সাথে হাতির দলটির উপরে নজর রেখে চলেছে। গতকাল রাত্রিবেলা জয়পুর ব্লকের আঙ্গারিয়া গ্রামে এই হাতির দলটি ঢুকে তছনছ করে দেয় আলুর জমি। তবে জয়পুর বনদপ্তর জানান তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। হাতির দলটিকে আবার পুনরায় গরবেতা বাকাদহ জঙ্গলে প্রবেশ করায় গতকাল রাত্রে সেই দলটি আজ সকালে আবারো জয়পুর জঙ্গলে প্রবেশ করে এখন হাতির বর্তমান অবস্থান গুরুর বাসা এলাকায়। তবে বনদপ্তর সূত্রে খবর হাতির দলটিতে বেশ কয়েকটি বাচ্চা সবক রয়েছে তাই হাতির দলটিকে কোন রকমের উত্তপ্ত বা খেদারা যাবেনা। হাতি নিজের মতো করে এলাকায় থাকতেও থাকতে পারে আবার চলে যেতেও পারে সোনামুখীর জঙ্গলে। তা এখন থেকে কিছু বলা যাবে না বলেই জানান জয়পুর বনদপ্তরের রেঞ্জ অফিসার সহদে মুরা। এক্ষণ পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া ও ঝাড়খন্ড সীমান্তে এখনো প্রচুর হাতি রয়েছে সেই হাতিগুলি আবারো জয়পুর জঙ্গল হয়ে সোনামুখীর জঙ্গলে ফিরে আসবে। এমনটাই অনুমান করছেন বনদপ্ত। তবে জয়পুর জঙ্গলমহল এলাকায় এই সময় প্রচুর পরিমাণে পোখরাজ আলু বা জেঠ আলুর চাষ হয়েছে। কৃষকেরা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে জানালেও বনদপ্তর জানাচ্ছেন সেরকম কোনো ক্ষয়ক্ষতি হয়নি তাহলে প্রশ্ন হচ্ছে এলাকার মানুষের মধ্যে ফসলের ক্ষয়ক্ষতি হলেও সেই ক্ষয়ক্ষতির পরিমাণ টাকা পাবে তো কৃষকেরা এটাই এখন বড় প্রশ্ন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here