যোগীপুকুর অঙ্গনওয়াড়ি সেন্টারে কিছুদিন যাবত শিশুদের ও গর্ভবতী মায়েদের খাবার একেবারে অযোগ্য পকা ধরা খিচুড়ি ও অর্ধেক করে ডিম দেওয়া অভিযোগ।

0
156

উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ- নিম্নমানের খিচুড়ি ও অর্ধেক ডিম দেওয়ার অভিযোগ উঠছে। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ২’নাম্বার ধনকৌইল গ্রাম পঞ্চায়েত র ২২২ নাম্বার যোগীপুকুর অঙ্গনওয়াড়ি সেন্টারে কিছুদিন যাবত শিশুদের ও গর্ভবতী মায়েদের খাবার একেবারে অযোগ্য পকা ধরা খিচুড়ি ও অর্ধেক করে ডিম দেওয়া হয়। যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেয়েদের জন্য প্রচুর প্রকল্প ইতিমধ্যেই চালু করেছে সেইখানে দাঁড়িয়ে গর্ভবতী মায়েদের ও ছোট শিশুদেরকে দিনের পর দিন কিভাবে খাওয়ার অযোগ্য খিচুড়ি ও অর্ধেক ডিম দেওয়া হয়। শিশু ও মায়েদের পুষ্টিত খাবার সটিক ভাবে পাছে না। সরকারিভাবে তো কোন জিনিসের অভাব বা কম দেওয়া হয় না। তাহলে কিভাবে যোগী পুকুর অঙ্গনারী সেন্টারের নিম্নমানের খাবার ও অর্ধেক ডিম। এবার দেখার বিষয় প্রশাসন কি ভূমিকা নিচ্ছে এই অঙ্গনারী সেন্টারের বিরুদ্ধে। সেন্টারে দিদিমনি রতনা রায় নিম্ন মানের খিচুড়ি ও অধেক ডিম নিয়ে বলে ভাত হলে এক টা ও খিচুডি হলে অধেক করে ডিম দেওবা হয় ও মায়েদের ভাতের দিন ১ টা করে। কালিয়াগঞ্জ আই সি ডিএস অফিসার কৃতি কুন্ডু বলে খবর টা পেলম খতিয়ে দেখে রিপোর্ট দেওবা জন্য ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here