আদিবাসী কৃষ্টি সংস্কৃতি ধ্বংস করার চক্রান্তকে রুখতে জেলাশাসককে আবেদন ।

0
867

পুরুলিয়া, নিজস্ব সংবাদদাতা:- অযোধ্যা পাহাড়ে আদিবাসী কৃষ্টি সংস্কৃতি ধ্বংস করার চক্রান্তকে রুখতে জেলাশাসককে আবেদন জানালো ভারত জাকাত মাঝি পারগানা জুয়ান মহল। আজ ২৯শে ডিসেম্বর একটি আবেদন পত্র জমা দেন। উল্লেখ্য নববর্ষ পালনে অযোধ্যা কুশলপল্লীত বেলি ড্যান্সের আয়োজন করেছে রিসর্ট কর্তৃপক্ষ। এই অনুষ্ঠানের প্রতিবাদে সরব হয়েছে আদিবাসীমহল। সংগঠনের অন্যতম নেতা রাজেন টুডু জানান নিজস্ব অধিকার থেকে আদিবাসীদের উৎখাত করতে এক শ্রেণীর মানুষ উঠে পড়ে লেগেছে। মদত দিচ্ছে প্রশাসন। আমরা দাবী করছি পাহাড় এলাকার স্কুল গুলিতে ছাত্রাবাস, আদিবাসী শিক্ষক নিয়োগ করতে হবে। এছাড়া নোংরা আবর্জনা পাহাড়ের নীচে এনে ফেলতে হবে। পরিবেশ নষ্ট করা চলবেনা।আমরা কোন সংস্কৃতির বিপক্ষে নই, কিন্ত আদিবাসীদের নিজস্বতা সাংবিধানিক অধিকার দিতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here