বাদাম ভেবে বিষাক্ত ফল খেয়ে অসুস্থ ৮ শিশু।

0
195

আবদুল হাই, বাঁকুড়াঃ বাদাম ভেবে বিষাক্ত ফল খেয়ে অসুস্থ ৮ জন শিশু। ৮ জন শিশুর চিকিতসা চলছে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঘটনা বাঁকুড়ার ওন্দা থানার রামসাগরের তেঘরিয়া গ্রামে।

গ্রামবাসী সুত্রে জানা গেছে শুক্রবার বিকেলে স্কুল থেকে ফিরে শিশুরা খেলছিল মাঠে। খেলার সময় ভ্যারেন্ডা নামক ফল কুড়িয়ে সেই ফলের বীচ বের করে বাদাম ভেবে খেয়ে ফেলে শিশুরা। সন্ধ্যে বেলায় গ্রামের বেশ কয়েকজন শিশু বমি পায়খানা পেট ব্যাথার উপসর্গ শুরু হলে শিশুদের নিয়ে যাওয়া হয় প্রথমে রামসাগর প্রাথমিক চিকিতসা কেন্দ্রে। সেখান থেকে ওন্দা সুপার স্পেশালিটি তারপর সেখান থেকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে গ্রামের ৮ জন শিশু এই মুহুর্তে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে চিকিতসাধীন। শিশুরা যে ফল খেয়েছিল সেই ফল খেয়ে দেখে অসুস্থ হয়ে হাসপাতালে।চিকিতসাধীন বছর ৪৫ বয়সের এক মহিলা। গ্রামবাসী সুত্রে জানা গেছে অসুস্থ শিশুদের বয়স ৬ থেকে ১৪ বছর। পরিবারের লোকজন শিশুরা যে ফল খেয়েছে সেই ফলও চিকিতসকদের দেখিয়েছেন। প্রত্যেকে সুস্থ রয়েছে বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here