শ্মশান ঘাটে মরদেহ শেষকৃত্য করার শেষে অস্থি ঘাটে জল দেওয়ার সময় দুষ্কৃতীদের হাতে গুরুতর আহত এক যুবক।

0
308

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- শ্মশান ঘাটে মরদেহ শেষকৃত্য করার শেষে অস্থি ঘাটে জল দেওয়ার সময় দুষ্কৃতীদের হাতে গুরুতর আহত এক যুবক। আচমকা বেধড়ক মারধর করায় জ্ঞান হারায় যুবকের। জ্ঞান ফিরলে প্রাণে বাঁচতে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থল ছেড়ে কোনরকম বাড়ি ফেরে আহত যুবক। জানা যায় আক্রান্ত যুবকের নাম অভিজিৎ সরকার বয়স আনুমানিক ২২ বছর। বাড়ি শান্তিপুর ১৮ নম্বর ওয়ার্ড রাধানগর পাড়া এলাকায়। যুবক অভিজিৎ সরকার জানাই গতকাল রাত্রি দুটো নাগাদ তার বাড়ির পাশে একজন মারা যায়, সকলের সাথে সেও শান্তিপুর শ্মশান ঘাটে গিয়েছিল মরদেহ শেষকৃত্যর জন্য। মরদেহ শেষকৃত্যর শেষে অস্থি ঘাটে যাই জল দিতে, যদিও অন্যান্য লোকজন অস্থি ঘাট থেকে স্নান ঘাটে চলে যায়। অস্থি ঘাটে একাই ছিল যুবক অভিজিৎ সরকার। জল দিয়ে ঘাট থেকে ওঠার সময় হঠাৎই বেশকিছু দুষ্কৃতী তার উপর চড়াও হয়, এরপর তার মুখে সজোরে ঘুসি মারে পাশাপাশি তার কাছে থাকা একটা মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ঘটনাস্থলে জ্ঞান হারায় যুবক অভিজিৎ। অভিযোগ জ্ঞান ফিরলে দেখে তার চোখ মুখ রক্তে ভাসছে, এছাড়াও মাথায় ও মুখের একাধিক জায়গায় গভীর আঘাতের চিহ্ন। এরপর কোনরকমে প্রাণে বাঁচতে ঘটনাস্থল ছেড়ে দৌড়ে বাড়িতে পৌছাই সে। পরিবারের লোকজন তড়িঘড়ি ওই যুবককে নিয়ে যাই শান্তিপুর হাসপাতালে, এরপরে যুবকের প্রাথমিক চিকিৎসা শুরু হয়। আজ শান্তিপুর হাসপাতাল থেকে ফিরে এসে দ্বারস্থ হয় শান্তিপুর থানার, এরপর তাকে মারধরের ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। যদিও আহত যুবকের দাবী দুষ্কৃতীদের মধ্যে একজনকে সে চিনতে পারে, সাময়িক অজ্ঞান হয়ে যাওয়াতে অন্যান্য দুষ্কৃতীদের চিনতে পারিনি সে। আহত যুবক অভিজিৎ সরকার জানাই, তার পরিবারে মা ছাড়া আর কেউ নেই স্টিলের গ্রিল লাগানোর কাজ করে কোন রকম সংসার চলে তার। দুষ্কৃতীদের বেধারক মারধরে এখন স্বাভাবিকভাবে খুবই অসুস্থ হয়ে পড়ে সে। যুবকের একটাই দাবি, পুলিশ যাতে দুষ্কৃতীদের চিহ্নিত করে যথাযথ শাস্তির ব্যবস্থা করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here