গীতাঞ্জলি শিক্ষা নিকেতনে নবীন বরণ অনুষ্ঠান।

0
312

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- প্রতিবছর বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিন্তু এবার কলেজ ও বিশ্ববিদ্যালয়ের আদলে প্রত্যন্ত অঞ্চলে নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করে নজর কাড়ল বীরভূম জেলার দুবরাজপুর থানার তরুলিয়া মোড় স্থিত গীতাঞ্জলি শিক্ষা নিকেতন। দীর্ঘ দুবছর করোনা অতিমারীর পর আজ ফিতে কেটে সূচনা করলেন বক্রেশ্বর টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট এর অধ্যক্ষ ডক্টর কাননগোপাল চক্রবর্তী। কোভিড আবহে প্রায় দু’বছর পর স্কুলের আঙ্গিনার বাইরে ছিল ক্ষুদে পড়ুয়ারা। এবার তাদের নিয়মিত স্কুলমুখী করে তুলতেই এই নবীন বরণের আয়োজন করল গীতাঞ্জলি শিক্ষা নিকেতন। স্কুলের সাথে ক্ষুদে পড়ুয়াদের নিবিড় সম্পর্ক গড়ে তোলার জন্যই এই প্রয়াস গীতাঞ্জলি শিক্ষা নিকেতন কর্তৃপক্ষের। পড়ুয়াদের মাথায় চন্দনের ফোঁটা দিয়ে বরণ করার পাশাপাশি তাদের হাতে চকলেট তুলে দেওয়া হয়। উল্লেখ্য, ২০১৯ সালে গীতাঞ্জলি শিক্ষা নিকেতনের পথচলা। গুটি কয়েক পড়ুয়া নিয়ে শুরু হয়েছিল স্কুল। কিন্তু বর্তমানে দুই শতাধিক পড়ুয়া এবং প্রায় ১৪ জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন। গীতাঞ্জলি শিক্ষা নিকেতনের অধ্যক্ষ কৌশিক মণ্ডল জানান, আমরা ২০২৩ শিক্ষাবর্ষে নতুন রূপে নতুন সাজে আজ থেকে পাঠদান শুরু করলাম। আজ প্রথম দিনে আনন্দঘন মুহুর্তে পড়ুয়াদের বরণ করা হল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here