জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে আগামী ছয় সপ্তাহের মধ্যে দ: দিনাজপুরে মেডিকেল কলেজ তৈরির নির্দেশ হাইকোর্টের।

0
212

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- আগামী ছয় সপ্তাহের মধ্যে দক্ষিণ দিনাজপুর জেলায় মেডিকেল কলেজ স্থাপনের প্রক্রিয়া শুরু করতে রাজ্য সরকারকে নির্দেশ দিল হাইকোর্ট।
উল্লেখ্য জেলায় 2 টি সুপার স্পেশালিটি হাসপাতাল থাকলেও আরও উন্নত চিকিৎসা পরিষেবার জন্য মেডিকেল কলেজ নেই দক্ষিণ দিনাজপুরে। দক্ষিণ দিনাজপুর জেলায় মেডিকেল কলেজ তৈরি করার জন্য হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন পতিরামের বাসিন্দা বিশ্বজিৎ প্রামানিক। সেই জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার আদালতের পক্ষ থেকে রায় দেওয়া হয়। মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলায় আগামী দেড় মাসের মধ্যে মেডিকেল কলেজ তৈরির প্রাথমিক কাজ কর্ম শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলায় মেডিকেল কলেজ হলে চিকিৎসা ব্যবস্থা আরও উন্নততর হবে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। কোন মানুষকে জেলা ছাড়িয়ে উন্নত চিকিৎসার জন্য যেন অন্য জেলা কিংবা ভিন্ন রাজ্যে যেতে না হয় সে কারণেই জনস্বার্থ মামলা করেছিলেন এমনটাই দাবি পতিরামের বাসিন্দা বিশ্বজিৎ প্রামানিকের। হাইকোর্টের নির্দেশের ফলে খুশির হওয়া জেলা জুড়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here