কেশপুরে সমাজ বিরোধীরা রাজনীতিকে কন্ট্রোল করছে, তারাই সবাই তৃণমূলে ঢুকেছে, মেদিনীপুর সদর ব্লকের ধেরুয়া থেকে মন্তব্য দিলীপ ঘোষের।

0
290

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরে সমাজ বিরোধী রাই রাজনীতি কন্ট্রোল করছে, তারাই সবাই তৃণমূলে ঢুকেছে, বুধবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের ধেড়ুয়া এলাকায় বিজেপির অঞ্চল সম্মেলনে যোগ দিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কেশপুরে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ নিয়ে এমনটাই মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ, পাশাপাশি তিনি আরো বলেন কেশপুর চিরদিন উপদ্রিত এলাকা,আর তৃণমূলের মধ্যে যে ঝগড়া তা আগেরবার ওখানকার যিনি বিধায়ক তাকে দু’বছর ধরে বহিষ্কার করেছিল, তিনি ওখানে আসেননি,দলই তাকে বারণ করেছিল, ওদের সুবিধা অসুবিধা ওরা দলগতভাবে মেটাক, এতে যেন সাধারণ মানুষের কোন অসুবিধা না হয়, পাশাপাশি শালবনী ব্লকের ৯ নম্বর অঞ্চলের সীতানাথপুর এলাকায় অঞ্চল সম্মেলনে যোগ দিয়েছিলেন তিনি, সেখানেও বক্তব্য রাখতে গিয়ে একাধিক প্রসঙ্গ নিয়ে রাজ্য সরকারকে নিশানা করেছেন তিনি, ওই এলাকায় একসময়কার দাপুটে তৃণমূল নেতা সহ শতাধিক তৃণমূল কর্মী বিজেপিতে যোগদান করেন তাদের হাতে দলীয় পতাকা দিলে না দেন দিলীপ ঘোষ, এমনটাই দাবি বিজেপির, পাশাপাশি ধেরুয়াতেও একই চিত্র দেখা গেল, সেখানেও শতাধিক কর্মী তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করেন, তবে পৃথক এই দুই জায়গায় তৃণমূলের ভাঙ্গন লক্ষ্য করে রাজনৈতিক মহলের ধারণা আগামী পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে, দলকে আরো শক্তিশালী তৈরি করছে বিজেপি। এই দিন দিলীপ ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন একাধিক নেতৃত্ব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here