প্রধানমন্ত্রী আবাস যোজনার দুর্নীতির বিরুদ্ধে নদীয়ার চাপড়ার বিডিও অফিসে গণ ডেবিটেশন জমা দিল সিপিআইএম।

0
236

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে ততই সরগরম হচ্ছে রাজ্য রাজনীতি। আর এখন বিরোধীদের একটাই নিশানা প্রধানমন্ত্রী আবাস যোজনার দুর্নীতি। এই দুর্নীতিকে হাতিয়ার করেই আগামী পঞ্চায়েত নির্বাচনের লক্ষ্যে বিরোধীরা। এদিন প্রধানমন্ত্রী আবাস যোজনার দুর্নীতির বিরুদ্ধে নদীয়ার চাপড়ার বিডিও অফিসে গণ ডেবিটেশন জমা দেন সিপিআইএম। যদিও বিডিও অফিস ঘেরাও করে বেশ খানিকটা সময় অবস্থান বিক্ষোভ করে সিপিআইএম। হঠাৎ এই অবস্থান-বিক্ষোভের মধ্যে দিয়ে ভিডিও অফিসের তালা ভেঙে ভিতরে ঢুকে পড়ে কয়েকশো সিপিএম কর্মী সমর্থক। কর্মীদের দাবি চাপড়ার প্রত্যেকটি পঞ্চায়েতে যেভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের তালিকার নাম নিয়ে দুর্নীতি হচ্ছে, তা আমরা কিছুতেই মেনে নেব না। বেশিরভাগ পঞ্চায়েত প্রধানদের আত্মীয়রা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাচ্ছে, আর যারা পাওয়ার উপযুক্ত তারা পাচ্ছে না। যারা ঘর পেয়েছেন তাদের কাছ থেকেও কাঠ মানি নিচ্ছে তৃণমূল। যদিও শুধু নদীয়ার চাপরা নয় নদীয়ার বিভিন্ন জায়গার পঞ্চায়েত অফিস ঘেরাও করে প্রধানমন্ত্রী আবাস যোজনা দুর্নীতি নিয়ে সড়ব হতে দেখা গিয়েছিল সিপিএমকে। এবার বিডিও অফিস ঘেরাও করে অবস্থান বিক্ষোভ সিপিএমের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here