১৩ দফা দাবিতে দুবরাজপুর আদালতে ল’ক্লার্কদের কর্মবিরতি।

0
253

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- ল’ক্লার্কদের কর্মবিরতিতে আজ কাজকর্ম ব্যাহত হল বীরভূম জেলার দুবরাজপুর আদালতে৷ 
পশ্চিমবঙ্গ ল’ক্লার্কস্‌ অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির আহ্বানে ল’ক্লার্কদের ন্যায্য দাবী আদায়ের লক্ষে আজ রাজ্যের সমস্ত আদলত ভূমি সংস্কার দপ্তরে ও দলিল রেজিস্ট্রী অফিসে কর্মবিরতি পালন অর্থাৎ পেন ডাউন সফল করা হল। এদিন ১৩ দফা দাবিতে দুবরাজপুর আদালতে ল‘ক্লার্কদের তরফে ‘পেন ডাউন’ আন্দোলন পালন করা হল। পশ্চিমবঙ্গ ল’ ক্লার্ক অ্যাসোসিয়েশনের দুবরাজপুর ইউনিটের ডাকে এদিন এই আন্দোলন করা হয়। এই প্রসঙ্গে অ্যাসোসিয়েশনের তরফে দীপক মুখার্জী বলেন, ‘ল’ ক্লার্কদের অনেক সমস্যা রয়েছে। তারা ঠিক মতো সুযোগ সুবিধা পাচ্ছেন না। সবমিলিয়ে ১৩ দফা দাবিতে এই আন্দোলন করা হয়েছে। দুবরাজপুর আদালতে বিশেষ করে বসার নির্দিষ্ট কোনো জায়গা নাই। পাশাপাশি এখানে পানীয় জল ও বাথরূমের ব্যবস্থা নাই। আরও বহু সমস্যা রয়েছে। তাই বিভিন্ন দাবী নিয়ে আমরা পেন ডাউন করেছি। এরপরেও যদি আমাদের দাবি পূরণ না হয়, তাহলে আগামীতে আরও বড় আন্দোলনে নামব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here