কড়া নজরদারি বর্ধমান ষ্টেশন এলাকায়। চলছে জোর তল্লাশি।

0
243

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে কোনরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে শুরু হলো তল্লাশি অভিযান। বুধবার বর্ধমান স্টেশন চত্ত্বরে স্নিপার ডগ ও মেটাল ডিটেক্টর দিয়ে চেকিং চালায় জি আর পি ও আরপিএফ । স্টেশন চত্ত্বর ও বাইরে সাইকেল স্ট্যান্ড, টিকিট কাউন্টার,  টোটো স্ট্যান্ড সহ স্টেশনে আসা যাত্রীদের লাগেজ তল্লাশি করা হয়। তল্লাশি চালানো হয় একাধিক ট্রেনেও। তল্লাশি চলে স্টেশন চত্ত্বরে আসা বিভিন্ন গাড়িতে।

প্রজাতন্ত্র দিবসের আগে কোনো রকম নাশকতা এড়াতে জোর নজরদারি রেল পুলিশের।  স্টেশন চত্ত্বরে মোতায়েন প্রচুর রেলপুলিশ।।
ডি ওয়াই এস আর পি- উজ্জ্বল দাস জানান,  বর্ধমান একটি গুরুত্বপূর্ণ  স্টেশন। এখানে প্রচুর মানুষ যাতায়াত করেন প্রতিদিন। সারাবছরই আমরা তল্লাশি চালায়। তবে আগামীকাল প্রজাতন্ত্র দিবস।  তাই বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।


বুধবার এই তল্লাশি অভিযানে উজ্জ্বল বাবু ছাড়াও উপস্থিত ছিলেন বর্ধমান জি আর পি ওসি চিন্তাহরণ সিনহা সহ জি আর পি ও আর পি এফ আধিকারিক ও কর্মীরা ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here