DYFI নেতাকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।

0
140

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ—DYFI নেতাকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।দুষ্কৃতীদের উপযুক্ত শান্তির দাবি তুলে রবিবার সকালে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর ব্রীজ মোড়ে হরিশ্চন্দ্রপুর-চাঁচল গামী ৮১ নং জাতীয় সড়ক অবরোধ করে অবস্থান বিক্ষোভ দেখালেন DYFI হরিশ্চন্দ্রপুর লোকাল কমিটির সদস্যরা।এদিন অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর-১ ও ২ নং ব্লকের DYFI এর সম্পাদক কমরেড প্রবীন দাস ও নৃপেন মহালদার,সভাপতি কমরেড
ফিরোজ আলম ও আসমাউল হক,ছাত্র নেতা রঞ্জিম আলি ও হরিশ্চন্দ্রপুর-২ নং ব্লকের DYFI লোকাল কমিটির সদস্য মহম্মদ এহিয়া ও ইরফান আলি সহ স্থানীয় কমরেডরা।

জানা যায়,শুক্রবার সন্ধ্যায় দলীয় বৈঠক সেরে বাড়ি ফিরছিলেন পুরুলিয়ার বান্দোয়ান থানা এলাকার মাকাপোলি গ্রামের এরিয়া কমিটির সদস্য কৃষ্ণপদ টুডু। মাকাপোলি মোড়ে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় তৃনমূল আশ্রিত দুষ্কৃতীরা।মোট ৩টি গুলি লাগে তাঁর কাঁধে ও হাতে।রক্তাক্ত অবস্থায় কৃষ্ণপদ বাবুকে উদ্ধার করে প্রথমে বান্দোয়ান থানায় নিয়ে যায় সিপিএম কর্মীরা।পরে সেখান থেকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়।বর্তমানে সেখানে সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।এই ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেফতার করে বান্দোয়ান থানার পুলিশ।

হরিশ্চন্দ্রপুর-১ DYFI এর সম্পাদক প্রবিন দাস জানান,কমরেড কৃষ্ণপদবাবু দলের অত্যন্ত সক্রিয় কর্মী।সম্প্রতি এলাকায় সিপিএম তৎপরতা বাড়িয়েছিল।এতেই এলাকার তৃনমূলের দুষ্কৃতীরা সহ্য করতে পারেননি।তার জেরেই শুক্রবার তাঁর উপরে তৃনমূলের দুষ্কৃতীরা হামলা চালায় প্রাণ নেওয়ার জন্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here