দিদির সুরক্ষা কবচ কর্মসূচি বর্ধমান দু’নম্বর ব্লকের বৈকন্ঠপুর এক অঞ্চলে।

0
178

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন দিদির সুরক্ষা কবচ কর্মসূচি। যেখানে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা রাজ্যের বিভিন্ন অংশের ঘুরবেন এবং মোট ১৫ টি প্রকল্পের সুবিধা মানুষ পাচ্ছেন কিনা তা নিয়ে কথা বলবেন। সেই মর্মে আজ বর্ধমান দু’নম্বর ব্লকের বৈকুন্ঠপুর এক অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি করা হলো। প্রথমে বৈকন্ঠপুর গ্রামের রক্ষা কালী মায়ের মন্দিরে পূজো দিয়ে শুরু করা হয় এই কর্মসূচি এবং বৈকুন্ঠপুর এক অঞ্চলের হিরাগাছি কুলারি প্রাইমারি বিদ্যালয় পরিদর্শন করেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। কথা বলেন বিদ্যালয়ের মিড ডে মিলের সঙ্গে যুক্তকর্মীদের সাথে এবং আলাপ আলোচনা করেন কচিকাচাদের সাথে। এই দিদির সুরক্ষা কবজ কর্মসূচির প্রথম দিনই বৈকুন্ঠপুর এক অঞ্চলে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায় শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের কর্মীরা নয় সাধারণ মানুষও তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের সাথে। আজ এই দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহকারী সভাধিপতি দেবু টুডু। এছাড়া উপস্থিত ছিলেন বর্ধমান দু’নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পরমেশ্বর কোনার, বর্ধমান দু’নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি জয়দেব ব্যানার্জি ও সনৎ মন্ডল, বর্ধমান দু’নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সৌভিক পান, বৈকুণ্ঠপুর এক অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আজাদ রহমান সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here