“ছোড় কাল কি বাতে..” গানের কলিতে কর্মীদের বিধানসভা হারের স্মৃতি ভুলতে বললেন মিঠুন।

0
212

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- মোট ১৫ মিনিটের বক্তৃতায় উপস্থিত কর্মী সমর্থকদের কাছে জানতে চাইলেন , এই ভিড় ভোট বাক্সে প্রতিফলিত হবে কিনা। হিন্দি শায়েরী বাংলা গান মিলিয়ে প্রতিশ্রুতি দিলেন সব গৃহহীন পরিবারের মাথায় পাকা ছাদের ব্যবস্থা করার। দৃঢ় প্রত্যয়ের সাথে তৃণমূলকে পরাজয়ের বার্তা দিলেন, এভাবেই আজ নদিয়ার তেহট্টর বিজেপির দলীয় সভা থেকে দলীয় নেতাকর্মীদের ভোকাল টনিকে চাঙ্গা করার চেষ্টা করলেন বিজেপির জাতীয় কর্ম সমিতির সদস্য অভিনেতা মিঠুন চক্রবর্তী। সভায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, কিষাণ মোর্চার রাজ্য সভাপতি মহাদেব সরকার, সহ জেলার শীর্ষ নেতৃত্ব।


আজ হাউলিয়া পার্ক মোড় থেকে জিতপুর পর্যন্ত পদযাত্রা, পদযাত্রা শেষে জিতপুর মোড়ে দলীয় সভার ডাক দিয়েছিল নদিয়া উত্তর বিজেপি সাংগঠনিক জেলা। পদ যাত্রার সময় ১ টা সময় নির্দিষ্ট করা হলেও বেলা আড়াইটা নাগাদ শুরু হয় পদযাত্রা। পথে যাত্রা যত সভা মঞ্চের দিকে এগিয়েছে, ততই বেড়েছে ভিড়। কর্মী সমর্থকদের প্রধান আকর্ষণের কেন্দ্রে ছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। দলীয় সভামঞ্চ থেকে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কটাক্ষ করেন ” পৃথিবী শ্রেষ্ঠ অভিনেতা মমতা ব্যানার্জি পায়ে প্লাস্টার বেঁধে নির্বাচনে জিতেছেন” , করোনা মোকাবিলায় কেন্দ্রের সাফল্য ব্যাখ্যা করতে গিয়ে সুকান্ত বলেন ” আপনাদের রক্তে মোদির ভ্যাকসিন তাই করোনা ছুতে পারেনি”। সুকান্ত মজুমদার কৃষ্ণনগরের লোকসভার সাংসদ মহুয়া মৈত্রের বিদেশ ভ্রমন নিয়েও কটাক্ষ করেন। সবার প্রধান বক্তা মিঠুন চক্রবর্তী মঞ্চে উঠতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন কর্মী সমর্থকরা। সিনেমার ডায়লগ গানের লাইন হিন্দি শায়েরীতে ১৫ মিনিটের বক্তৃতায় টানটান কর্মী সমর্থকদের মাতিয়ে রাখেন মিঠুন। দলীয় কর্মীদের অনুরোধে বাংলা হিন্দি মিলিয়ে শোনালেন তিন তিনটি সিনেমার ডায়লগ। এক একটা ডায়লগ শেষ হতেই হাততালিতে ফেটে পড়লো গোটা সভায় এলাকা। তেহট্টের জনসভায় অপ্রত্যাশিত ভিড় মিঠুন কারিশমা নাকি বিজেপির রাজনৈতিক জমি ফিরে পাওয়ার, ইঙ্গিত তার উত্তর দেবে ভবিষ্যৎ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here