সারা দেশের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটেও মহাসমেরোহে পালিত হলো প্রজাতন্ত্র দিবস।

0
302

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- সারা দেশের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটেও মহাসমেরোহে পালিত হলো প্রজাতন্ত্র দিবস। বৃহস্পতিবার বালুরঘাট স্টেডিয়ামে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক বিজিন কৃষ্ণ, পুলিশ সুপার রাহুল দে, জেলার সমস্ত অতিরিক্ত জেলাশাসক, অতিরিক্ত পুলিশ সুপার,জেলা পরিষদের সভাধিপতিসহ অন্যান্য বিশিষ্ট জনেরা। এদিন সকালে, জেলাশাসক বালুরঘাট স্টেডিয়ামে পতাকা উত্তোলনের পর পুলিশ সুপারকে সঙ্গে নিয়ে সুসজ্জিত গাড়িতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান পরিদর্শনে বেরন। এরপর পুলিশ প্রশাসনের জেলাশাসককে গান স্যালুট ও অভিনন্দন জানানো হয়। এদিন পুলিশ প্রশাসনের পাশাপাশি পাশাপাশি জেলার বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা প্যারেড মার্চে অংশগ্রহণ করে। জেলা বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে সুসজ্জিত ট্যাবলো এই প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এদিনের অনুষ্ঠান ঘিরে সকলের উৎসাহ এবং উদ্দীপনা ছিল চোখে পড়ার মত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here