সোনার দোকানের গ্রিলের তালা ভেঙে পাঁচ কেজি রুপা ও ৪০০ গ্রাম সোনা চুরির ঘটনায় তীব্র চাঞ্চল।

0
244

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  গভীর রাতে সোনার দোকানের গ্রিলের তালা ভেঙে সিন্দুক নামিয়ে পাঁচ কেজি রুপো এবং ৪০০ গ্রাম সোনা চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য। প্রমাণ লোপাট করার জন্য দোকানে লাগানো সিসি ক্যামেরা খুলে জঙ্গলে ফেলে দিল দুষ্কৃতীরা। চুরির ঘটনার তদন্তে গেলে পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ স্থানীয়দের। ঘটনাটি নদীয়ার শান্তিপুর ব্লকের গয়েশপুর পঞ্চায়েতের অন্তর্গত হীজুলি বাজারের। ওই বাজারের সোনার ব্যবসায়ী হাবিব শেখের অভিযোগ গতকাল রাতে তিনি সময় মতো দোকান বন্ধ করে বাড়িতে গিয়েছিলেন। আজ সকালে বাজারের অন্যান্য ব্যবসায়ীরা তাকে খবর দেয় তার দোকানের গ্রিলের তালা ভাঙ্গা, ছুটে আসে সোনার ব্যবসায়ী হাবিব শেখ। এরপর দোকানের ভিতরে ঢুকে দেখে সিন্দুকের তালা ভাঙা অবস্থায় নিচে পড়ে রয়েছে। যদিও হাবিব শেখের গোটা দোকানে সিসি ক্যামেরায় মোরা ছিল, চুরির ঘটনা সিসি ক্যামেরায় যাতে ধরা না পড়ে সিসি ক্যামেরা ও মনিটর খুলে দোকানের পাশে জঙ্গলে ফেলে দেয় দুষ্কৃতীরা, তারপরে দোকানে লুটপাট চালায়। স্থানীয়দের অভিযোগ এলাকায় প্রতিদিন রাতে বসে জুয়া এবং মদের আসর, প্রতিদিনই বিভিন্ন নেশায় আসক্ত হয়ে বসে একের পর এক আসর। শান্তিপুর থানার পুলিশকে জানিয়েও কোন লাভ হয়নি। তবে শুধু সোনার দোকানে নয় ওই এলাকায় এর আগেও একাধিক বার চুরির ঘটনা ঘটেছে কিন্তু চুরির কুল কিনারা খুঁজে বের করতে অক্ষম পুলিশ। আজ ওই অঞ্চলের বাজারে চুরির ঘটনা তদন্ত যায় শান্তিপুর থানার পুলিশ তখনই উত্তেজিত গ্রামবাসীরা পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে শুরু করে। গ্রামবাসীদের দাবি চুরির ঘটনার সাথে যারা যুক্ত তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে, পুলিশ যতক্ষণ না পর্যন্ত তাদের আশ্বাস দিচ্ছে তারা পথ অবরোধ করে রাখবেন। অন্যদিকে সোনা ব্যবসায়ী হাবিব শেখের দাবি তার সোনার দোকানে যেভাবে লুটপাট চালানো হয়েছে এখন সর্বস্বান্ত তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here