সীমাবদ্ধ : রাণু সরকার।

0
924

কতদিন দেখিনি দূরের আকাশ,
তুমি আমায় দেখতে বলছো?
হয়তো এই জীবনে হবেনা দেখা আর।

আমার কাছে সব কিছুই ছায়াময়-
আমার দৃষ্টি সীমাবদ্ধ, পারেনা যেতে অতো দূরে-
একা ভয় পাই যদি হাত থেকে পিছলে পড়ে লাঠিটা।

দেখতে চাই নম্র আচরণ, এই সময়টা পার করা ভয়ঙ্কর,
রমণীয় সমুদ্রবাহু যেটা দেখালে-
বিশাল জলপ্রপাত তাই না বল।

মধ্যবর্তী স্থান দেখাবে হাত কিন্তু
ছেড়না!
এখন যষ্ঠি আছে পঙ্গু হলে এটাও
একা করে দেবে-
একে তো দৃষ্টি সীমাবদ্ধ কলাকৌশলে ও অনভিজ্ঞ
দেখতে চাই দূরের গুপ্তরহস্য!
যাবে নিয়ে ঐ যে- যেখানে কালো
মেঘের দল মাথায় কি যেন নিয়ে চলছে-
দৃষ্টি সীমাবদ্ধ কাছে গেলে হয় তো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here