কুড়ি জন দুস্থ টিবি রোগীর দত্তক নিলেন বর্ধমান শহরের সান হসপিটালের কর্ণধার।

0
205

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- বর্ধমান শহরের টাউন হল প্রাঙ্গণে চলছে সান হসপিটাল আয়োজিত স্বাস্থ্য মেলা। স্বাস্থ্য মেলায় মানুষ বিনামূল্যে বিভিন্ন পরিষেবা পেয়ে থাকেন। প্রতিবছরের মতো এবছরও আয়োজিত হয়েছে সান হসপিটাল আয়োজিত স্বাস্থ্য মেলা। আজ মেলা তৃতীয় দিনে সুন্দর চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে আসতে দেখা গেল সান হসপিটালে কর্ণধার শেখ আলহাজ উদ্দিন কে। আজ এই মেলার তৃতীয় দিনে তিনি কুড়িজন দুস্থ টিবি রোগীর দত্তক নিলেন ছয় মাসের জন্য। শুধুমাত্র তাই নয়, আজ তাদের হাতে কিছু খাদ্য সামগ্রীয় তুলে দেন তিনি। সত্যিই তা এই পদক্ষেপ কে প্রশংসা করতে হয় এবং এই রকম চিন্তাভাবনা নিয়ে যদি এগিয়ে আসি আমরা সকলেই তাহলে মানুষের দুঃখ দুর্দশা হয়তো কিছুটা কমবে। তাই কুর্নিশ জানাতে হয় সান হসপিটালের কর্ণধার শেখ আলহাজ উদ্দিন কে। ক্যামেরার মুখোমুখি হয়ে এই বিষয়ে সান হসপিটালে কর্ণধার শেখ আলহাজ উদ্দিন জানান, আপনারা জানেন পঞ্চম বর্ষে তৃতীয় দিনে আজ এই স্বাস্থ্য মেলায় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির চলছে। পাশাপাশি আজ স্বাস্থ্য দিবস আপনারা জানেন এই স্বাস্থ্য দিবস উপলক্ষে কুড়ি জন টিবি রোগীর দায়িত্ব নেয়া হলো ছয় মাসের জন্য। সরকারি তরফ থেকে বিভিন্ন রকম ব্যবস্থা থাকলেও রোগের জন্য যতটুকু নিউট্রিশন দরকার তার ব্যবস্থা আমরা ছয় মাস করব। পাশাপাশি এই কুড়িজনকে পর্যাপ্ত পরিমাণ খাদ্য আমরা তুলে দেব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here