রিলায়েন্স ফাউন্ডেশন এর উদ্যোগ অনুষ্ঠিত হলো উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা মহকুমার সাতবেড়িয়া গ্রামে বিপর্যয় হ্রাসকরণ প্রশিক্ষণ।

0
3651

দক্ষিণ চব্বিশ পরগনা, নিজস্ব সংবাদদাতা:- বিপর্যয় হ্রাসকরণ এর প্রশিক্ষণের মাধ্যমে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয় কিভাবে উদ্ধার কার্য করা যায়, কিভাবে প্রাথমিক চিকিৎসা করা যায় ও ব্যান্ডেজ বাধা যায়, এছাড়া কোন মুমূর্ষ রোগী তাকে কিভাবে নিয়ে যাওয়া যায় এইসব বিষয় নিয়ে আলোচনা করা হয় এ বিশেষ প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন বিপর্যয় ব্যবস্থাপনা দপ্তরের আধিকারিক , প্রশিক্ষণপ্রাপ্ত সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার ও রিলায়েন্স ফাউন্ডেশনের প্রতিনিধিবৃন্দ। বিশেষ প্রশিক্ষণে এই বিস্তীর্ণ এলাকার প্রশিক্ষণপ্রাপ্ত সিভিল ডিফেন্স ভলেন্টিয়াররা উৎসাহের সাথে অংশগ্রহণ করেন, এই প্রশিক্ষণে দেখানো হয় কিভাবে বন্যা কবলিত মানুষকে উদ্ধার করা হয়, কোন বিধ্বস্ত বিল্ডিং থেকে কিভাবে মানুষকে নিরাপদ আশ্রয় আনা যায়, এবং আগুনকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেই কৌশল সিভিল ডিফেন্সের ভলেন্টিয়াররা ডেমো করে দেখান, নতুন প্রজন্মের কাছে এই ধরনের একটি অনুষ্ঠান ভীষণ তাৎপর্যপূর্ণ, বিপর্যয় কবলিত মানুষকে উদ্ধার কাজে নিযুক্ত হওয়ার জন্য আজকের এই ডেমোস্টেশনটা ভীষণভাবে উদ্বুদ্ধ করবে।

রিলায়েন্স ফাউন্ডেশনে আরো জানায় এই ধরনের প্রশিক্ষণ বিভিন্ন জায়গায় কড়ানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here