ছাত্র ছাত্রীদের বিভিন্ন দাবিতে সাংবাদিক সম্মেলন।

0
194

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- ছাত্র ছাত্রীদের বিভিন্ন দাবিতে সাংবাদিক সম্মেলনsfi dyfi। ভারতের ছাত্র ফেডারেশন ও ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন আগামী ৮ই ফেব্রুয়ারি এগারো দফা দাবি নিয়ে স্থানীয় সমাজ পাড়া মোড় ( মনিষী পঞ্চানন বর্মার মূর্তির পাদদেশে) থেকে মিছিল জেলা শাসক অফিস অভিযানের ডাকদেবা হয়েছে।১তাদের দাবিগুলো হলো ) ছাত্র-ছাত্রীদের অবিলম্বে বাস ভাড়া অর্ধেক করা,
২) ঘুঘুডাঙ্গা তে কলেজ স্থাপনের দাবিতে
৩) বকেয়া ১০০ দিনের মজুরি সুদ সহ প্রদান করতে হবে
৪) গরিব মানুষকে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর দিতে হবে।
৫) চা বাগানে ন্যূনতম মজুরি জমির অধিকার ও বন্ধ বাগান অবিলম্বে চালু করতে হবে ।
৬)ধুপগুরি কে মহকুমা ঘোষণা করতে হবে।
৭)sc,st, obc ছাত্র-ছাত্রীদের শংসাপত্র দেওয়ার ক্ষেত্রে হয়রানি বন্ধ করতে হবে।
৮) svskp লোন তিন বছর বন্ধ হয়ে পড়ে আছে তা বেকার যুবক-যুবতীদের স্বার্থে পুনরায় চালু করতে হবে।
৯) জেলার সরকারি অফিসগুলিতে শূন্য পদে অবিলম্বে নিয়োগ করতে হবে।ইত্যাদি এগারো দফা দাবি নিয়ে ডিএম অফিস অভিযান হবে বলে dyfiএর জেলা সম্পাদক প্রদীপ দে জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here