অভিনব প্রকৃতি পাঠের আয়োজন করল বালুরঘাট ব্লকের দুর্লভপুর প্রাথমিক বিদ্যালয়।

0
126

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- রবীন্দ্রনাথ প্রকৃতির মাঝে পাঠদানে বিশ্বাসী ছিলেন। বিশ্বকবির এই ভাবনাকে সামনে রেখে রাত্রি জুড়ে প্রকৃতি পাঠের একটি অংশ রয়েছে প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়গুলির সিলেবাস। আর সেই প্রকৃতি পাঠের ভাবনাকে সামনে রেখে অভিনব প্রকৃতি পাঠের আয়োজন করল বালুরঘাট ব্লকের দুর্লভপুর প্রাথমিক বিদ্যালয়। দুপুরে বালুরঘাট ব্লকের মদনগঞ্জ এলাকায় আসরের আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ। ছাত্র-ছাত্রীদের সাথে বিভিন্ন গাছ পাখি প্রকৃতির পরিচয় ঘটনার পাশাপাশি ছিল বনভোজনের আয়োজন। প্রতিবছর বুলেট পক্ষ থেকে বনভোজনের আয়োজন করা হয় ছাত্রছাত্রীদের জন্য। করোনা সংকটের সময় সেই আয়োজন বন্ধ ছিল। এবছর দুর্গাপুর প্রাথমিক বিদ্যালয় অঞ্চল ও চক্র ক্রিড়া প্রতিযোগিতায় ভালো ফল করে সে সময় স্কুলের ছাত্র-ছাত্রীরা আবদার করে তাদের ফটোভোজন করাতে হবে। সেই আবদার কে পূর্ণতা দিতে গিয়ে এই অভিনব আয়োজন স্কুল কর্তৃপক্ষের। বালুরঘাট ব্লকের প্রত্যন্ত এই এলাকার শিশুদের আবদার পূরণের কর্তৃপক্ষের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে অভিভাবক বৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here