কোন নার্সারি বা বাণিজ্যিক ফুলবাগান নয়,নিজের হাতে বানানো ছাদ বাগানে ফুটেছে লাখ লাখ চন্দ্রমল্লিকা।

0
348

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- কোন নার্সারি বা বাণিজ্যিক ফুলবাগান নয়,নিজের হাতে বানানো ছাদ বাগানে ফুটেছে লাখ লাখ চন্দ্রমল্লিকা।আলিপুরদুয়ারের জনৈক ঠিকাদার শেষাদ্রী ভূষণ সাহা তার নিজের বাড়ির ছাদে প্রায় ৩৫০ টিরও বেশি প্রজাতির চন্দ্রমল্লিকার বাগান করেছেন। আর তাতেই ফুটেছে অগনিত ফুল। যার আনুমানিক সংখ্যা কয়েক লক্ষ। সম্পূর্ণ ছাদ জুড়ে রয়েছে হরেক রকমের চন্দ্রমল্লিকা ফুল।ছোট থেকে বড় বিভিন্ন রকমের চন্দ্রমল্লিকা ফুল ফুটিয়েছেন তিনি। তিনি জানান, পরিবার সূত্রেই তার এই ফুলবাগানের শখ। ছোট থেকেই তার ঝোক ছিল ফুল গাছ লাগানোতে। যদিও কাজের চাপে সেভাবে বাগান করা হয়ে ওঠেনি। বিগত দুই বছর লকডাউনের কারণে সেভাবে কাজ না থাকায় তিনি ফুলবাগানের পরিচর্যা করতে পেরেছেন। তার ফুলবাগানের স্বপ্নকে সত্যি করতে পেরেছেন করোনা আবহের কারণেই। বিগত তিন বছরে প্রায় সাড়ে তিনশ প্রজাতিরও বেশি চন্দ্রমল্লিকা ফুল ফুটিয়েছেন তিনি। বর্তমানে তার এই বাগান দেখতে উপস্থিত হচ্ছেন পাড়া-প্রতিবেশী আত্মীয়-স্বজন থেকে শুরু করে বহু ফুলপ্রেমী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here