কয়েক জন বিশিষ্ট ব্যাক্তির উদ্যগে জলপাইগুড়ি তে বিনামূল্যে আধুনিক সুচিকিৎসার ব্যাবস্থা করা হলো, যার‌ সূচনা রবিবার থেকে শুরু হলো।

0
201

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- বিনামূল্যে জলপাইগুড়ি বাসীদের জন্য সুচিকিৎসার জায়গা হলো। বিভিন্ন রোগের ডাক্তারী পরিসেবা ও এখানে পাওয়া যাবে। জলপাইগুড়ি তথা উত্তর বঙ্গের মানুষদের জন্য বিনামূল্যে অত্যাধনিক মন্ত্রপাতির সাহায্য চিকিৎসার সুব্যবস্থা র উৎবোধন হলো রবিবার। জলপাইগুড়ি শহরের দুই নম্বর ঘুমটিতে প্রয়াত দেশবন্ধু উঃ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সীমা ভাওয়াল এর স্মৃতিকে সরণ করে এই সীমা সদন সেবাকেন্দ্র তৈরি করা হয়েছে।আজকে এই সেবা কেন্দ্র টির উৎবোধন হয়। এখানে বিভিন্ন রোগের চিকিৎসা আধুনিক যন্ত্রপাতির সাহায্যে করার ব্যাবস্থার সুবিধা পাবে সাধারণ মানুষ।blood suger টেষ্ট,ডায়বেটিস ইত্যাদি বিনামূল্যে পরিসেবা দেবার কাজ শুরু হয় আজ থেকেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here