বিজেপি করার অপরাধ বন্ধ পানীয় জল, এমনই এক ঘটনা ঘটলো পটাশপুরের বারোবেটিয়ায়।

0
270

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  তারা বিজেপির কর্মী,তারা বিজেপিকে সমর্থন করে সেই অপরাধে তাঁদের পানীয় জলের লাইন বন্ধ করা হলো এমন ঘটনাই ঘটলো পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার পটাশপুর ২ ব্লকের খাড় ৩ নং অঞ্চলের বারোবাটিয়ায়। যেখানে পানীয় জল বন্ধই শুধু নয় আশ্লীল গালিগালাজ শুনতে হলো এলাকার মহিলাদের। চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে এলাকাবাসিরা। এলাকায় বাকি বাড়িগুলিতে পানীয় জলের কানেকশন থাকলেও বিজেপি করার অপরাধে দুটি পরিবারকে জল বন্ধ করলো শাসক দলের উপ প্রধান। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে এগরা ও পটাশপুর থানার বর্ডার বারোবাটিয়ায়। এলাকাবাসীদের দাবী দুটি থানার মাঝখানে বারোবাটিয়া গ্রাম। সেই গ্রামের উপর দিয়ে বরিদা অঞ্চলের জলস্বপ্ন প্রকল্পের জলের পাইপলাইনের কাজ চলছিল। যদিও বারোবাটিয়া গ্রাম খাড় অঞ্চলের মধ্যে পড়ছে, কিন্তু বরিদা অঞ্চলের জলের পাইপ লাইন যাচ্ছে ওই গ্রামের উপর দিয়ে, যার জেরে অন্য গ্রামের বাসিন্দা হওয়ায় জল বন্ধ করলো বরিদা অঞ্চলের উপ প্রধান শান্তনু নায়ক। শাসক দলের দাবী বারোবাটিয়া গ্রাম সম্পূর্ণ অন্য মৌজা তাই ওখানে জলের কানেকশন দেওয়া সম্ভব নয়। কিন্তু এলাকাবাসির দাবী এমন নিয়ম হলে কিকরে ওই গ্রামের তৃণমূল সমর্থীত অন্যান্য গ্রাহকদের কোন নিয়মে জলের ব্যবস্থা করা হচ্ছে! এই ঘটনায় তোলপাড় বাড়বাটিয়া গ্রামে। গ্রামের মহিলাদের অভিযোগ কাজ চলাকালীন মহিলারা প্রতিবাদ করলে বরিদা অঞ্চলের উপ প্রধান শান্তনু নায়ক তাঁদের দিকে আশ্লীল গালিগালাজ করতে করতে মারতে তেড়ে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার উপক্রম হলে স্থানীয় মানুষদের সহযোগিতায় গন্ডগোল থামানো সম্ভব হয়। এবিসয়ে উপ প্রধান শান্তনু নায়ককে জিজ্ঞেস করা হলে তিনি বলেন ওই বিজেপি সমর্থীত পরিবারগুলি ইচ্ছাকৃত ভাবে গন্ডগোল করে সাধারণ মানুষের কাজ বন্ধ করার চেষ্টা করছে তাই তিনি প্রতিবাদ করতে এগিয়ে আসেন। কিন্তু শাসকদলের নেতা হয়ে কিকরে মহিলাদের সাথে এমন অসভ্য আচরণ করছে সেই নিয়ে এলাকার মহিলারা তুলছে একাধিক প্রশ্ন!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here