আলুর সহায়ক মূল্য নির্ধারণ সহ একগুচ্ছ দাবিতে ডেপুটেশন অল ইন্ডিয়া কিষান ক্ষেতমজুর সংগঠনের।

0
135

আবদুল হাই, বাঁকুড়াঃ খরা প্রতিরোধে স্থায়ী সেচের ব্যবস্থা, কৃষি পণ্যের সহায়ক মূল্য, কৃষি উপকরণের মূল্য বৃদ্ধি রোধ এবং জব কার্ডে ২০০ দিন কাজ ও ৫০০ টাকার মজুরির দাবিতে বাঁকুড়ার হিন্দি স্কুল মাঠে জমায়েত ও ডিএম দপ্তরে বিক্ষোভ এবং ডেপুটেশন কর্মসূচি হয়ে গেল অল ইন্ডিয়া কিষান খেতমজুর সংগঠন বাঁকুড়া জেলা কমিটির পক্ষ থেকে। উল্লেখিত দাবি গুলির মধ্যে উল্লেখযোগ্য আরেকটি দাবি হলো পশ্চিমবঙ্গের এই মুহূর্তে সবচেয়ে অর্থকরী ফসল আলুর সহায়ক মূল্য নির্ধারণ।
আজকের এই বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা কমিটির সভাপতি দিলীপ কুণ্ডু সহ বহু গণসংগঠনের নেতৃত্ববৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here