আইন করে নিষিদ্ধ হয়েছে সার্কাসে জীবজন্তু ও পশুর খেলা দেখানোর প্রথা।

0
188

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- হাতি কিংবা সিংহ। সার্কাসে এসব দেখার দিন ইতিহাস। আইন করে নিষিদ্ধ হয়েছে সার্কাসে জীবজন্তু ও পশুর খেলা দেখানোর প্রথা। তারই জেরে লুপ্ত হয়েছে বহু সার্কাসদল। তবু নিজেদের মতো করে আজও মানুষকে আনন্দ দিতে সার্কাস টেনে নিয়ে যাচ্ছে টিম পপুলার৷ যার মুখ্য চরিত্রে আজও সেই জোকারের দল৷ এবার তাদের দেখা মিলল জটেশ্বর শিবরাত্রির মেলায়৷ শিবরাত্রি উপলক্ষে সার্কাসের আসর বসেছে ফালাকাটা ব্লকের জটেশ্বরে। সেখানকার গরুহাটি ময়দানে তাবু খাটিয়ে চলছে সার্কাসের এই আসর৷ প্রায় ১৫দিন ধরে সেখানেই দর্শকদের মনোরঞ্জনে ব‍্যস্ত থাকবেন শিল্পীরা। এবিষয়ে পপুলার সার্কাস কোম্পানির ম‍্যানেজার তপন রায় বলেন, “সার্কাসের শো থেকে যেটুকু আয় হয়, তা দিয়েই কোনও মতে সংসার চলে। এই পেশার সঙ্গে বহু বছর জড়িত৷প্রতিনয়ত লড়াই সংগ্রাম চালিয়ে যেতে হচ্ছে ৷ সরকার যদি একটু আমাদের কথা চিন্তা করত, তাহলে উপকার হত সকলের৷”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here