70 বাটলিয়ানে তরফ থেকে নারী পাচার বন্ধ করতে মালদহে বিভিন্ন স্কুলে চলছে সচেতন মূলক শিবির এবং র‍্যালি।

0
122

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ—70 বাটলিয়ানে তরফ থেকে নারী পাচার বন্ধ করতে মালদহে বিভিন্ন স্কুলে চলছে সচেতন মূলক শিবির এবং র‍্যালি। বি এস এফ অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট এর তরফে চলছে সচেতন শিবির ( ANTI HUMAN TRAFFICKING UNIT) এদিন নারী পাচার ও বাল্যবিবাহ রুখতে হবিবপুর ব্লকের ভারত বাংলাদেশ সিমান্তে১৫৯ এরিয়ায় ডাল্লা চন্দ্রমোহন বিদ্যামন্দিরে ৭০ নম্বর ব্যাটালিয়ানেট বি এস এফর তরফে একটি র‍্যালিবের করা হয়। বিভিন্ন এলাকা পরিক্রমা করে পুনরায় বিদ্যালয় এসে র‍্যালি শেষ হয়। পরে বিদ্যালয়ের একটি হল রুমে ছাত্রীদের নিয়ে, নারী পাচার সহ বাল্যবিবাহ এবং পড়াশোনার নিয়ে আলোচনা করা হয়। কিভাবে তারা নিজেকে তৈরি করবে সেসব বিষয়ে আলোচনা করা হয়। ।উপস্থিত ছিলেন AHTU ইনস্পিক্টর মহান সিং শেকওয়াত শাও,শ্রী জি এন ভি রাও, Si/G N V Rao( FGT MALDA ) এ এস আই রঘুবীর সিং, Asi Raghubir Singh ( BOP KEDARIPARA)এ এস আই জি মতি সিং ASI/ G Moti Singh Rathore (BOP KEDARIPARA 159 Bn BSF) সহ ওঅ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট এর(ANTI HUMAN TRAFFICKING UNIT)এনজিও সাইদুল ইসলাম, স্কুলের প্রধান শিক্ষক জয়দেব লাহিড়ী সহ স্কুলের সকল শিক্ষা কর্মীরা।বি এস এফ ও অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট এর পক্ষ থেকে জানা গিয়েছে মানব পাচার ফাঁদে পা না দোয়ার জন্য পড়ুয়া দের বার্তা দেওয়া হয়েছে । নানা রকমের প্রলোভন দিয়ে নিয়ে যায় আর খারাপ জায়গায় বিক্রি করে দেয়া হয় সহ বাল্যবিবাহ প্রতিরোধ করার ভার দেওয়া হয় এবং তাদের কি ক্ষতি হতে পারে সেসব বিষয়ও আলোচনা করা হয় তাই সব মেয়েদেরকে সচেতন থাকতে হবে।স্কুলের প্রধান শিক্ষক জয়দেব লহরী বলেন, এই শিবিরে ফলে স্কুলের ছাত্রীরা অনেক সচেতন হবে স্কুলের ক্লাস নেয়ার ফাঁখে এই বিষয়ে আলোচনা খুবই প্রয়োজন ছিলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here