আইসিডিএস সহায়িকাদের নিয়ে নবম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল রবিবার।

0
133

নিজস্ব সংবাদদাতা, মালদা:- আইসিডিএস সহায়িকাদের নিয়ে নবম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল রবিবার। জেলা-‌সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সহায়িকারা যোগদান করে সম্মেলনে। সহায়িকাদের রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার বঞ্চনা করে চলেছে। নূন্যতম বেতন ২৬ হাজার টাকা করার কথা। এখনও তা করা হয় নি। সম্মেলনে বঞ্চনার কথা উঠে আসে। এদিন কোতুয়ালিতে অনুষ্ঠিত সম্মেলনে হাজির ছিলেন রাজ্য সম্পাদক শিলা মণ্ডল। তিনি জানান, ‘‌সিটু-‌র অধীনে থেকে আমাদের হকের আন্দোলন চালিয়ে যাচ্ছি। টানা ৫ বছর কাজ করলে স্বীকৃতি দেওয়ায় আইন। বেতনের উন্নতি হওয়া উচিৎ। নূন্যতম বেতন ২৬ হাজার টাকা করার কথা। কিন্তু দুই সরকারের টালবাহানায় আটকে রয়েছে। কিন্তু হকের টাকা পেতে আমরাও আন্দোলন চালিয়ে যাব।’‌

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here