শালা বাবুর বিয়ের পোশাক কিনে শ্বশুর বাড়ি থেকে বাড়ি ফেরার পথে বাইক দুর্ঘটনায় মৃত জামাইবাবুর।

0
114

নিজস্ব সংবাদদাতা, মালদা:—শালা বাবুর বিয়ের পোশাক কিনে শ্বশুর বাড়ি থেকে বাড়ি ফেরার পথে বাইক দুর্ঘটনায় মৃত জামাইবাবুর।আহত আরো একজন।মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে বুধবার রাত ৭ টা নাগাদ হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের কুশিদাগামী রাজ্য সড়কে খোসালপুর ব্রীজের নিকটে।দুর্ঘটনার তিন ঘণ্টা পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে বাইক আরোহী তথা জামাইবাবুর।যুবকের অকাল মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন পরিবার ও আত্মীয়স্বজনেরা।

পুলিশ সূত্রে জানা গেছে,মৃত ওই যুবকের নাম শাহানুর হক(৩০) ওরফে শাহ আলম ও আহত যুবকের নাম মিলন আক্তার (২১),
উভয়ের বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার বিষ্ণুপুর গ্রামে।
আজ সকালে দেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছেন হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।তার পরিবারে রয়েছে স্ত্রী সহ দুই নাবালক সন্তান।

পরিবার সূত্রে জানা গেছে,শুক্রবার রয়েছে শাহানুর এর শালা বাবুর বিয়ে।এই বিয়েতে যোগদান করার জন্য শাহানুর মঙ্গলবার রাত ৩ টা নাগাদ দিল্লি থেকে বাড়ি ফিরেছেন।বুধবার শ্বশুরবাড়ি হরিশ্চন্দ্রপুর থানার মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর গ্রামে এসেছিলেন সে।এদিন রাত ৭ টা নাগাদ ভবানীপুর ব্রীজ মোড় থেকে নিজের ও শালা বাবুর জন্য নতুন পোশাক কিনে বাইক নিয়ে বাড়ি ফেরার পথে খোসালপুর ব্রিজের নিকটে এক মারুতি গাড়ি তাদের বাইক টি কে পেছন দিক থেকে ধাক্কা মারে।বাইক চালক
মিলন আক্তার ও বাইক আরোহী শাহানুর দশ হাত দূরে ছিটকে পড়ে।ইলেকট্রিক খুঁটিতে গিয়ে ধাক্কা লাগে।স্থানীয়রা ছুটে এসে তড়িঘড়ি করে আহত দুই জনকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়।শাহানুর এর আশঙ্কাজনক অবস্থা দেখে ডাক্তারবাবুরা মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করে দিলে পরিবারের লোকেরা রায়গঞ্জ এক বেসরকারি নার্সিংহোমে নিয়ে যায় বলে খবর।দুর্ঘটনার ৩ ঘন্টা পরেই শাহানুর ওই হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।অপরদিকে আহত মিলন আক্তার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

স্থানীয়দের অভিযোগ,মাটি মাফিয়ারা ট্রাক্টর এর খোলা টলিতে মাটি ভরাট করে ইট ভাটাতে নিয়ে
যাচ্ছে।এতে রাস্তার মধ্যে মাটি পড়ে গিয়ে রাস্তার অবস্থা বেহাল হয়ে পড়েছে।হালকা বৃষ্টিতেই রাস্তা পিচ্ছিল হয়ে পড়ছে।এতে প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা।এদিনও এই কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে বলে দাবি স্থানীয়দের।মাটি মাফিয়াদের দৌরাত্ম রুখতে পুলিশ প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে বলে তারা দাবি তোলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here