শুধু রক্তদান শিবিরের মাধ্যমে মানুষকে সাহায্য নয়, মানুষের মধ্যে রক্তদান বিষয়ক সচেতনতা বৃদ্ধি করতে অভিনব উদ্যোগ বালুরঘাটে।

0
192

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- শুধু রক্তদান শিবিরের মাধ্যমে মানুষকে সাহায্য নয়, মানুষের মধ্যে রক্তদান বিষয়ক সচেতনতা বৃদ্ধি করতে অভিনব উদ্যোগ বালুরঘাটে। বালুরঘাটের রক্ত আন্দোলনের সাথে যুক্ত সংস্থা পথের দিশা ফাউন্ডেশন FIBDO এর সাথে যৌথ উদ্যোগে বালুরঘাট থেকে একটি এক সদস্য বিশিষ্ট বাইকের রেলির আয়োজন করা হলো। এই বাইক রেলিটি দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দার্জিলিং, আলিপুরদুয়ার হয়ে জলপাইগুড়ি পৌঁছাবে। উত্তরবঙ্গ জুড়ে সাধারণ মানুষকে রক্তদান সম্পর্কে সচেতন করে তুলতে এই রেলির আয়োজন করা হয়। এদিন বালুরঘাট ব্লাড ব্যাংক থেকে ফ্ল্যাগ অফের মাধ্যমে সূচনা করা হয়। প্রসঙ্গত উল্লেখ্য ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে রক্তদান শিবির বেশি করে করবার জন্য জোড় দেওয়া হচ্ছে। তাই সাধারণ মানুষকে রক্তদানে উদ্বুদ্ধ করতে এই র‍্যালির আয়োজন করা হয় বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here